Logo
Logo
×

চাকরি

৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, দেখুন তালিকা

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:০২ পিএম

৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, দেখুন তালিকা

সরকারি স্বাস্থ্যখাতে চিকিৎসক সংকট মোকাবিলায় ৮ম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে সহকারী সার্জন পদে ২,৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ১৮ জুলাই এই বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফল প্রকাশ হয় ২০ জুলাই, যেখানে উত্তীর্ণ হন মোট ৫,২০৬ জন। এর মধ্যে সহকারী সার্জন পদের জন্য উত্তীর্ণ ৪,৬৯৫ জন, সহকারী ডেন্টাল সার্জনের জন্য উত্তীর্ণ ৫১১ জন।

৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, স্বাস্থ্যখাতে চিকিৎসক ঘাটতি মেটাতে নিয়োগ দেওয়া হবে— সহকারী সার্জন ২,৭০০ জন ও সহকারী ডেন্টাল সার্জন ৩০০ জনকে।

তবে চূড়ান্ত ফলাফলে দেখা যাচ্ছে, সহকারী সার্জন পদে ২,৮২০ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে, যা পূর্বঘোষিত সংখ্যার চেয়ে ১২০ জন বেশি। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, মেধাক্রম, কোটানীতি ও অন্যান্য প্রশাসনিক প্রয়োজনে এ সংখ্যা সামান্য বাড়ানো হয়েছে।

পিএসসি বলছে, চূড়ান্তভাবে মনোনীতদের তালিকা কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। দ্রুতই জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে নিয়োগ কার্যক্রম শুরু হবে। মনোনীত প্রার্থীদের স্বাস্থ্য ও পুলিশ ভেরিফিকেশন শেষে পদায়ন করা হবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে।

ফলাফল দেখতে পিএসসির ওয়েবসাইট ভিজিট করুন: www.bpsc.gov.bd অথবা ক্লিক করুন

chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://bpsc.gov.bd/sites/default/files/files/bpsc.portal.gov.bd/psc_exam/21b64ceb_5e1a_4808_89f6_aa548a042ece/48_BCS_Result.pdf

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন