নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে বড় নিয়োগ, আবেদন শুরু ৯ সেপ্টেম্বর
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ০৮:৩৭ পিএম
ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ৮০টি পদে জনবল নিয়োগ দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গত ২৪ আগস্ট প্রকাশিত এক নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগ্রহী প্রার্থীরা নবম থেকে ১৬তম গ্রেডের বিভিন্ন পদে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন চলবে আগামী ৯ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নবম থেকে ১৬তম গ্রেডের বিভিন্ন পদের মধ্যে রয়েছে সহকারী প্রগ্রামার, জিআইএস অ্যানালিস্ট, সহকারী প্রকৌশলী (সিভিল, বিদ্যুৎ ও যান্ত্রিক), মেডিক্যাল অফিসার, আইন কর্মকর্তা, সহকারী সচিব, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ, সিভিল, যান্ত্রিক), কর কর্মকর্তা, কম্পিউটার অপারেটর, আইন সহকারী, ওয়ার্ড সচিব, মাওলানা কাম রেজিস্ট্রার, বাজার পরিদর্শক, ক্যাশিয়ার, লাইসেন্স ইন্সপেক্টর, পরিচ্ছন্নতা পরিদর্শক, সহকারী কর নির্ধারক, সহকারী কর আদায়কারী, সার্ভেয়ার, রাজস্ব আদায় সহকারী, কমিউনিটি কর্মী, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, বাতি পরিদর্শক, মশক নিধন সুপারভাইজার ও মেকানিক।
প্রার্থীদের যোগ্যতা— বিজ্ঞাপন অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা থাকা সাপেক্ষে ১৮ থেকে ৩২ বছরের প্রার্থীরা এসব পদে আবেদন করতে পারবেন। প্রার্থীদের বয়সের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। কোটা সুবিধার ক্ষেত্রে সর্বশেষ নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় সনদ দাখিল করতে হবে।



