বিমান থেকে খারকিভে নেমেছে রুশ ছত্রীসেনা
ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম পূর্বাঞ্চলীয় শহর খারকিভে বুধবার বিমান থেকে রুশ ছত্রীসেনারা নেমেছে। ইউক্রেনের সেনাবাহিনী এক বিবৃতিতে এ কথা জানিয়ে বলেছে, তারা একটি হাসপাতালে হামলা চালিয়েছে। হামলাকারীদের সাথে তাদের তুমুল সংঘর্ষ চলছে। রুশ সীমান্তবর্তী খারকিভের মোট জনসংখ্যা ১৪ লাখ। এদের অধিকাংশই রুশ ভাষাভাষি। শহরটির সর্বত্রই সংঘর্ষ চলছে। এ অবস্থায় ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আন্তন গেরাশচেঙ্কো বলেছেন, মূলত খারকিভের এমন কোন জায়গা নেই যেখানে গোলা হামলা চালানো হয়নি।
বুধবার, ২ মার্চ ২০২২, ১৫:০৭