Logo
Logo
×

আপনার স্বাস্থ্য

চীন–বাংলাদেশ স্বাস্থ্য ও চিকিৎসা উন্নয়নে প্রদর্শণী কাল

Icon

স্টাফ রিপোর্টার :

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ০৭:১৪ পিএম

চীন–বাংলাদেশ স্বাস্থ্য ও চিকিৎসা উন্নয়নে প্রদর্শণী কাল

ছবি-যুগের চিন্তা

বেল্ট অ্যান্ড রোড হেলথকেয়ার সেন্টার, বাংলাদেশ-এর উদ্যোগে আগামী ৮ আগস্ট ২০২৫, শুক্রবার, সকাল ৯টা থেকে রাজধানীর হোটেল সারিনায় আয়োজিত হচ্ছে স্বাস্থ্য বিষয়ক প্রদর্শনী “নি হাও! চীনাবাংলাদেশ স্বাস্থ্য ও চিকিৎসা উন্নয়ন প্রদর্শনী”। এই আয়োজনে সহ-আয়োজক হিসেবে যুক্ত আছে 'চায়নিজ মেডিকেল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ'; 'চায়নাবাংলাদেশ পোস্ট গ্র্যাজুয়েট ডক্টরস অ্যালামনাই অ্যাসোসিয়েশন'; ও 'আমরা নারী'।

এই প্রদর্শনীতে বাংলাদেশি রোগীদের জন্য চীনা চিকিৎসা পদ্ধতি ও হাসপাতাল সম্পর্কে সরাসরি ধারণা নেওয়ার সুযোগ থাকবে। চীনের খ্যাতনামা ১২টিরও বেশি হাসপাতালের প্রতিনিধি, চিকিৎসক ও স্বাস্থ্য কর্মকর্তারা সরাসরি অংশগ্রহণ করবেন। থাকবে অন-সাইট ও অনলাইন বিশেষজ্ঞ পরামর্শ এবং চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন সেবা।

প্রদর্শনীর বিশেষ দিকসমূহ:

চীনের ১২টির বেশি খ্যাতনামা হাসপাতালের প্রতিনিধি ও চিকিৎসকদের সরাসরি অংশগ্রহণ। অন-স্পট ও অনলাইন বিশেষজ্ঞ পরামর্শ প্রদানচিকিৎসার আমন্ত্রণপত্রভিসা সহায়তাঅন্যান্য আনুষঙ্গিক ফ্রি সেবাচায়নার হাসপাতাল থেকে সরাসরি চিকিৎসার আমন্ত্রণপত্র প্রদানফ্রি ট্রান্সলেশন সার্ভিসবিমানবন্দর পিকআপসহ পূর্ণাঙ্গ সহযোগিতা

প্রদর্শনীতে অংশগ্রহণকারী চীনের কিছু সেরা হাসপাতাল প্রতিষ্ঠান:

বোও ইয়িলিং হাসপাতাল; ফোসুন হেলথশেনজেন হেংশেং হাসপাতাল; ফোশান ফোসুন চাঞ্চেং হাসপাতাল; গুয়াংজু ফোসুন চাঞ্চেং হাসপাতাল; গুয়াংজু শেংমেই হাসপাতাল; গুয়াংজু ফুদা ক্যান্সার হাসপাতাল; কুনমিং থংরেন হাসপাতাল; মডার্ন ক্যান্সার হাসপাতাল, গুয়াংজু সিং মে হাসপাতাল, গুয়াংজু, চীন

প্রদর্শনীর সম্মানিত অতিথিবৃন্দ:

নি হাও! চীনা-বাংলাদেশ স্বাস্থ্যচিকিৎসা উন্নয়ন প্রদর্শনী”-শীর্ষক এই আয়োজনে সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন : নূরজাহান বেগম, উপদেষ্টা, স্বাস্থ্যপরিবার কল্যাণ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার; ইয়াও ওয়েন, গণপ্রজাতন্ত্রী চীনের বাংলাদেশস্থ রাষ্ট্রদূত; লি শাওপেং,কালচারাল কাউন্সেলর, বাংলাদেশে গণপ্রজাতন্ত্রী চীনের দূতাবাস; অধ্যাপক ড. মো. সায়েদুর রহমান, বিশেষ সহকারী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়; ব্রিগেডিয়ার জেনারেল ড. মো. মুনিরুল ইসলাম, পিএইচ.ডি., মহাপরিচালক, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি); ও চায়নার খ্যাতনামা হাসপাতাল ও চিকিৎসাযন্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর পঁইত্রিশ (৩৫) সদস্যের একটি প্রতিনিধি দল।

গণমাধ্যমের জন্য বিশেষ ব্যবস্থা:

এই আয়োজনকে কেন্দ্র করে সাংবাদিকদের জন্য থাকবে বিশেষ এক্সেস, প্রেস কিট ও লাইভ কাভারেজের সুবিধা।

গণমাধ্যমের আমন্ত্রণ ও প্রচারের ভূমিকা :

“নি হাও!” প্রদর্শনীটি শুধুমাত্র একটি স্বাস্থ্য মেলা নয়, বরং বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাস্থ্যসেবায় পারস্পরিক সহযোগিতার এক নতুন দ্বার উন্মোচন। আয়োজকদের বিশ্বাস, গণমাধ্যমের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই এই বার্তা সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। তাই, আমরা আন্তরিকভাবে সংবাদমাধ্যমের সহযোগিতা কামনা করছি, যেন এই উদ্যোগ সর্বোচ্চ সংখ্যক মানুষকে স্বাস্থ্যসেবার সুযোগ সম্পর্কে সচেতন করতে পারে।

আন্তরিকভাবে সাংবাদিক, পত্রিকা এবং অন্যান্য গণমাধ্যমকে এই স্বাস্থ্য সচেতনতা, স্বাস্থ্য সেবা বিষয়ক প্রদর্শনী ও প্রচারাভিযানের অংশীদার হওয়ার আমন্ত্রণ জানাই। আপনাদের মাধ্যমগুলোর সাহায্যে আমাদের বার্তাটি আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে এবং স্বাস্থ্যসেবা বিষয়ে সম্পর্কে জনসচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

নি হাও! চীনাবাংলাদেশ স্বাস্থ্য ও চিকিৎসা উন্নয়ন প্রদর্শনীটি” সবার জন্য উন্মুক্ত থাকবে।

বেল্ট অ্যান্ড রোড হেলথকেয়ার, বাংলাদেশের প্রধান নির্বাহী ডা. মারুফ মোল্লা এক বিবৃতিতে এসব তথ্য উপস্থাপন করেন

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন