Logo
Logo
×

বিনোদন

ফেসবুক পোস্টে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিলেন আরিফিন শুভ

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৪, ১২:০৭ এএম

ফেসবুক পোস্টে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিলেন আরিফিন শুভ

স্ত্রীর সঙ্গে অর্পিতা সমাদ্দারের সঙ্গে আরিফিন শুভ। ছবি : সংগৃহীত

স্ত্রী অর্পিতা সমাদ্দারের সঙ্গে সাড়ে ৯ বছরের দাম্পত্যজীবনের ইতি টেনেছেন চিত্রনায়ক আরিফিন শুভ। বুধবার (৩১ জুলাই) রাতে ফেসবুক পোস্টে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, ২০ জুলাই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

আরিফিন শুভ বিবৃতিতে লিখেছেন, ‘দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত কোনো কিছু জানাতে যথেষ্ট দ্বিধা ও সংকোচ বোধ করছি, তারপরও মনে হলো আপনাদের বিষয়টা জানানোর সময় এসেছে।’

‘আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি আর অর্পিতা আমরা হয়তো বন্ধু হিসেবেই ঠিক আছি, জীবনসঙ্গী হিসেবে নয়। আমরা ২০ জুলাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, বন্ধুত্বটুকু নিয়ে দুজনের সম্মতিতে বাকি জীবন নিজেদের মতো করে বাঁচব’—লিখেছেন এই অভিনেতা।

পশ্চিমবঙ্গের মেয়ে ফ্যাশন ডিজাইনার অর্পিতার সঙ্গে ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি বিয়ে করেন আরিফিন শুভ। অর্পিতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শুভ লিখেছেন, ‘অনেক চড়াই-উতরাইয়ের পরও অর্পিতা আমার এবং আমার মায়ের জন্য যা করেছেন, সেটার জন্য তার প্রতি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী।’

শুভ আরও লিখেছেন, ‘মা চলে যাওয়ার পর জীবনটা একেবারেই শূন্য হয়ে গেছে। কিন্তু আমি বিশ্বাস করি, আপনাদের দোয়া ও ভালবাসা আমার সঙ্গে আছে, যেটা নিয়ে বাকি জীবনটা সুন্দর ও সুস্থভাবে বাঁচতে পারব।’

বিবৃতিতে কোটা সংস্কার আন্দোলন নিয়েও নিজের বক্তব্য জানিয়েছেন এই অভিনেতা। তিনি লিখেছেন, ‘দেশের সাম্প্রতিক ঘটনায় শিক্ষার্থীসহ যারা প্রাণ হারিয়েছেন, তাদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। সবার জীবনে শান্তি আসুক, দেশেও শান্তি ফিরে আসুক, এই কামনায়।’

‘নূর’, ‘নীলচক্র’সহ আরিফিন শুভর বেশ কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন