ছবি- সংগৃহীত
‘স্পিরিট’ থেকে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের বাদ পড়ার বলিউড সরগরম। তখনই সামনে এলো আরও এক বিস্ফোরক গুঞ্জন। এবার নাকি ‘কাল্কি-২’ থেকেও বাদ পড়ছেন চলেছেন দীপিকা।
যদিও এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে শোনা যাচ্ছে মা হওয়ার পর দীপিকার কাজের সময়সীমা সীমিত রাখার ইচ্ছা নির্মাতাদের সঙ্গে মতবিরোধ তৈরি করছে।
সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘স্পিরিট’ থেকে দীপিকাকে বাদ দেওয়া হয় তার ৮ ঘণ্টার শিফট, বেশি পারিশ্রমিক ও প্রফিট শেয়ারের দাবি করার কারণে। আরও জানা যায়, মা হওয়ার পর দীপিকা এখন নাকি ব্যক্তিগত ও পেশাগত জীবনের মধ্যে স্বাস্থ্যকর ভারসাম্য রাখতে চান, যা বড় বাজেটের অ্যাকশন ফিল্মের শিডিউলের সঙ্গে খাপ খাচ্ছে না। ‘স্পিরিট’ এ দীপিকার জায়গায় আনুষ্ঠানিকভাবে অভিনেত্রী তৃপ্তি দিমরিকে নেওয়া হয়েছে।
তবে এবার শোনা যাচ্ছে একই ধরনের সমস্যার মুখোমুখি হয়েছে ‘কাল্কি-২’এর টিম। দীপিকার কম সময়ের উপলব্ধতার কারণে প্রযোজকরা নাকি তার চরিত্রের পরিধি পুনর্বিবেচনা করছেন, এমনকি অন্য কাউকে আনার কথাও ভাবা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো কিছুই চূড়ান্ত নয়।



