
প্রিন্ট: ২০ জুলাই ২০২৫, ১২:২৮ পিএম
‘মহাভারত’ কি আমির খানের শেষ সিনেমা?

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ জুন ২০২৫, ১১:২৪ এএম

ছবি- সংগৃহীত
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান 'মহাভারত'-এর পর অভিনয় থেকে অবসর নিবেন। এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। যদিও অভিনেতা নিজেই সেই গুজব উড়িয়ে দিয়েছেন।
আমির খান বলেন, ‘মহাভারত আমার শেষ সিনেমা না। মানুষ আজকাল বিবৃতিকে ভুলভাবে ব্যাখ্যা করে। আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, আমাকে যদি একটি সিনেমা তৈরি করতে হয় এবং আনন্দের সঙ্গে কাজ থেকে অবসর নিতে হয়, তবে সেটি কোন সিনেমা হবে? আমি এরপর মহাভারতের নাম নিয়েছিলাম, আর মানুষ ভেবে নিয়েছে , 'মহাভারত' আমার শেষ ছবি। এ মুহূর্তে অভিনয় থেকে সরে দাঁড়ানোর কোনো পরিকল্পনা নেই আমার।
নিজের স্বপ্নের প্রোজেক্ট 'মহাভারত' নিয়ে কথা বলেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান বলেন, ‘মহাভারত তৈরি করা আমার স্বপ্ন এবং 'সিতারে জমিন পার' সিনেমা মুক্তির পর আমি এটির কাজ শুরু করব।
উল্লেখ্য, আমির খান এ মুহূর্তে ২০০৭ সালের হিট সিনেমা 'তারে জামিন পার'-এর সিক্যুয়েল 'সিতারে জমিন পার'-এর মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন। আগামী ২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটি।
আরএস/