
প্রিন্ট: ২২ জুলাই ২০২৫, ০১:৫৩ এএম
মাজারে গাছের নিচে গামছা পরে সমু চৌধুরী, ঘটনাস্থলে সেনাবাহিনী

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৯:৫৮ পিএম

ছবি-সংগৃহীত
ময়মনসিংহের গফরগাঁওয়ে মাজারের গাবগাছের নিচে গামছা পরে ঘুমন্ত অবস্থায় পাওয়ার পর জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরীকে চেষ্টা করেও থানায় নিতে পারছে না পুলিশ। এ অবস্থায় তাকে দেখতে লোকজন ভিড় জমিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে পুলিশ ও সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যা ৭টার দিকে এ তথ্য জানিয়েছেন পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফেরদৌস আলম।
তিনি বলেন, ‘বিকেলে মুখী শাহ্ মিসকিনের মাজারের পাশে গাবগাছের নিচে গামছা পরে ঘুমন্ত অবস্থায় অভিনেতা সমু চৌধুরীকে পাওয়া গেছে এমন তথ্য পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সমু চৌধুরীর এক ভাই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে চাকরি করেন। তিনি সমু চৌধুরীকে নিয়ে যেতে এখনো এই এলাকায় আসেননি। এছাড়া সমু চৌধুরীর খোঁজ পেয়ে অভিনয়শিল্পী সংঘের কয়েক অভিনেতাও বিকেলে ঢাকা থেকে রওয়ানা হয়েছেন। তারাও এখনো পৌঁছাননি। সন্ধ্যা হয়ে যাওয়ায় সমু চৌধুরীকে বুঝিয়ে থানায় নিতে চেষ্টা করে পুলিশ। কিন্তু তিনি যেতে রাজি হচ্ছেন না।’
ওসি বলেন, ‘সমু চৌধুরী এখনো মাজারের পাশেই অবস্থান করছেন। তাকে দেখতে লোকজন ভিড় জমিয়েছেন। তাই পুলিশসহ সেনাবাহিনীও এখানে অবস্থান করছে।’