
প্রিন্ট: ২০ জুলাই ২০২৫, ১১:২৬ এএম
‘মান্নাত’ ছেড়ে কত টাকা বাড়িভাড়া দিচ্ছেন শাহরুখ খান

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ জুন ২০২৫, ০২:১২ পিএম

ছবি- সংগৃহীত
কিছুদিন আগেই ‘মান্নাত’ ছেড়েছেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। এর কারণ নতুন করে সাজানো হচ্ছে ‘মান্নাত’। তাই বান্দ্রার সমুদ্রমুখী বাংলো ছেড়ে গোটা খান পরিবার উঠেছেন পালি হিল এলাকায় একটি বিলাসবহুল ফ্ল্যাটে।
টানা দুই বছর ধরে ‘মান্নাতে’র কাজ চলবে। যত দিন ‘মান্নাত’-এ কাজ চলবে, পালি হিলের বাড়িতেই থাকবেন শাহরুখ খানের পরিবার। পালি হিলের সেই আবাসনের চারটি তলা ভাড়া নেওয়া হয়েছে। শাহরুখ ও গৌরী মাসে ২৪ লাখ টাকা এ জন্য ভাড়া দিচ্ছেন।
শুধু যে নিজেদের থাকার জন্য ভাড়া নিয়েছেন এমনটা নয়। ‘মান্নাত’-এর পরিচারক-পরিচারিকাদের জন্যও মাসিক প্রায় লাখ দেড়েক টাকার ফ্ল্যাট ভাড়া নিয়েছেন শাহরুখ। বর্তমানে ‘কিং’ নামক একটি সিনেমার প্রস্তুতি নিচ্ছেন শাহরুখ, যেখানে তার সঙ্গে অভিনয় করতে দেখা যাবে সুহানাকেও। সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালে।
আরএস/