Logo
Logo
×

বিনোদন

২৫০ কোটি রুপির বাংলো বানালেন রণবীর-আলিয়া

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৫, ০৩:৫৯ পিএম

২৫০ কোটি রুপির বাংলো বানালেন রণবীর-আলিয়া

ছবি- সংগৃহীত

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট মুম্বাইয়ের বান্দ্রায় ২৫০ কোটি টাকা খরচ করে স্বপ্নের বাড়ি তৈরি করেছেন। এই ছয়তলা বিলাসবহুল বাড়িটির নামকরণ করা হয়েছে রণবীরের প্রয়াত ঠাকুমা কৃষ্ণা রাজ কাপুরের নামে—‘কৃষ্ণা রাজ’। গত কয়েক বছর ধরে বাড়িটির নির্মাণকাজ চলছিল। 

সম্প্রতি এক ভিডিওতে দেখা যায়, সম্পূর্ণভাবে প্রস্তুত ‘কৃষ্ণা রাজ’ ভবনটি। ধূসর আর হালকা নীল রঙের বাড়িটি কাচের ব্যালকনি ও বড় বড় জানালায় সাজানো। তবে এই ভিডিও প্রকাশ্যে আসতেই মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে নেটদুনিয়ায়। কেউ কেউ বাড়িটিকে অফিসের সঙ্গে তুলনা করেছেন, কেউ আবার বলেছেন, "খাঁচার মতো বাড়ি", কেউ কেউ বলেছেন, "সবুজায়নের অভাব আছে"। 

১৯৮০ সালে রাজ কাপুর ও কৃষ্ণা রাজ কাপুর এই সম্পত্তি ঋষি কাপুর ও নীতু কাপুরের নামে লিখে দেন। এখন সেই সম্পত্তিতেই তৈরি হয়েছে নতুন এই বাড়ি। বাড়িটির রেজিস্ট্রি করা হবে রণবীর-আলিয়ার কন্যা রাহার নামে। সূত্র বলছে, ঠাকুমার নামে থাকা এই সম্পত্তির অর্ধেক অংশ ছোট্ট রাহাকে উপহার দিতে চাইছেন তারকা দম্পতি।

বর্তমানে রণবীর-আলিয়া নীতু কাপুরের সঙ্গে আলাদা ফ্ল্যাটে থাকেন। তবে নতুন বাড়ি তৈরি হওয়ার পর তারা সবাই এক ছাদের নিচে থাকার পরিকল্পনা করছেন। 

আরএস/

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন