ছবি- সংগৃহীত
এবার ঈদে শাকিব খানের ‘তাণ্ডব’ ঝড় চলছে প্রেক্ষাগৃহে। একই সময়ে দেশের মানুষ ভাসছে ফুটবল জোয়ারে। গতকাল সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ। সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করা শাকিব খান সেই ম্যাচ দেখতে ভোলেননি। হারের পর হামজাদের সাহসও জুগিয়েছেন।
ঢাকাই সিনেমার মেগাস্টার হামজাদের ম্যাচের একটি কার্ড পোস্ট করেছেন। ভেরিফায়েড ফেসবুকে শাকিব বলেছেন, ‘মাত্র শুরু হলো। বিশ্বাস রাখো, সামনেই আসছে ভালো দিন।’
তবে এমন হারেও ভালো কিছু খুঁজছেন শাকিব। ফেসবুকে বাংলাদেশ ও ফুটবলের ইমোজি জুড়ে দিয়ে তাণ্ডবের নায়ক লিখেছেন, ‘আমরা এক গোলে হেরেছি। কিন্তু খেলেছি হৃদয়, সাহস আর উদ্দিপনা নিয়ে। প্রতিটি ম্যাচই একটি শিক্ষা। প্রতিটি ব্যর্থতাই সামনে এগিয়ে যাওয়ার একটি ধাপ।’
হামজাদের সাহস জুগিয়েছেন শাকিব, ‘এটা শেষ নয়—শুরু হলো মাত্র। বিশ্বাস রাখুন। সামনেই উজ্জ্বল দিন।’ শাকিবের ওই পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন তার হাজারো ভক্ত।
‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খান ছাড়াও আরও অভিনয় করেছেন জয়া আহসান, সিয়াম আহমেদ, আফরান নিশো, আফজাল হোসেন, সাবিলা নূর, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, কাজী রাকায়েতসহ আরও অনেকে।



