Logo
Logo
×

বিনোদন

সত্যিই কি কালা জাদু করে মেরে ফেলা হয়েছে তানিন সুবহাকে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৫, ০৯:৫৬ এএম

সত্যিই কি কালা জাদু করে মেরে ফেলা হয়েছে তানিন সুবহাকে

ছবি- সংগৃহীত

অভিনেত্রী তানিন সুবহা আট দিন আইসিইউতে থাকার পর অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন। সুবহার অকাল মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে তার তাবিজ-কুফরির প্রতি বিশ্বাস জন্মানোর কথা। 

গত ১৯ মে একটি ফেসবুক পোস্টে নিজের শারীরিক অসুস্থতার জন্য তাবিজ-কবজের প্রভাবকে দায়ী করেন।  ফেসবুক পোস্টে তানিন সুবহা লেখেন, “কোনোদিন আমি তাবিজ বা কুফরিতে বিশ্বাস করতাম না। এখন করি। সুস্থ একটা মানুষকে এভাবে মেরে ফেলার চেষ্টা করে কি লাভ? ঘরের আনাচে কানাচে কত কি যে পেলাম। কেন এমন করছেন! আমি তো কারো ক্ষতি করিনি। লাস্ট ৪ মাস ধরে শুধু অসুস্থ আর অসুস্থ আমি। এসব এর ফল পাবেন চিন্তা কইরেন না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না।”

তানিন সুবহার মৃত্যু এবং এর আগে তার ওই পোস্টকে অনেকে কাকতালীয় বলছেন। আবার কেউ কেউ এর পেছনে অন্য কিছু থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না। এ নিয়ে তদন্তের আহ্বানও জানিয়েছেন কেউ কেউ।

এই পোস্টের কিছুদিন পর, ২ জুন তানিন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। এরপর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

তানিন সুবহা ২০১৫ সালে আজাদ কালাম পরিচালিত ‘জমজ’ নাটকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। বেশ কিছু চলচ্চিত্রেও দেখা গেছে তাকে। 

আরএস/

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন