Logo
Logo
×

বিনোদন

তানিন সুবাহ ‘লাইফ সাপোর্টে’, চিকিৎসকরা মৃত ঘোষণা করেননি

Icon

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ১০:৪৫ এএম

তানিন সুবাহ ‘লাইফ সাপোর্টে’, চিকিৎসকরা মৃত ঘোষণা করেননি

ছবি- সংগৃহীত

রোববার রাতে তানিন সুবহার মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ে। কয়েকটি অনলাইন পোর্টাল তার ‘মৃত্যু সংবাদ’ও প্রচার করে।তবে জানা গেছে, অভিনেত্রী তানিন সুবহা এখনো লাইফ সাপোর্টে আছেন এবং চিকিৎসকরা তাকে এখনো মৃত ঘোষণা করেননি বলে জানিয়েছেন অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি।

মুক্তি বলেন, "আমি দশ মিনিট হল হাসপাতাল থেকে বাসায় ফিরেছি। সুবহা এখনো বেঁচে আছেন, ব্রেইন ডেমেজ হয়ে গেছে, কাজ করছে না। তবে হার্টবিট চলছে।ডাক্তাররা আমাদের বলেছেন, হার্ট যেহেতু কাজ করছে, সুবহা জীবিত। লাইফ সাপোর্টও খুলে নেওয়া হয়নি।

গত ২ জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী সুবহা। প্রথমে তাকে আফতাবনগরে বাসার কাছে একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখান থেকে তিনি বাসায়ও ফেরেন।কিন্তু সন্ধ্যায় আবার অসুস্থতা বোধ করলে তাকে বনশ্রীর একটি হাসপাতালের ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার পরামর্শ দেন। এরপর মধ্যরাতে ধানমন্ডির একটি বেসরকারি হাসাপাতালে নেওয়া হয় সুবহাকে। সেখানেই গত কয়েকদিন ধরে লাইফ সাপোর্টে আছেন তিনি।


আরএস/ 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন