Logo
Logo
×

বিনোদন

শাকিবের সিনেমায় নিশো-সিয়ামের তাণ্ডব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৫, ০৩:২৬ পিএম

শাকিবের সিনেমায় নিশো-সিয়ামের তাণ্ডব

ঈদের দিন থেকে দেশের প্রেক্ষাগৃহে চলছে রায়হান রাফী নির্মিত এবং শাকিব খান অভিনীত সিনেমা ‘তাণ্ডব’। প্রতি ঈদের মতো এবারও চলছে শাকিব খানের রাজত্ব। সর্বাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। সেই বিবেচনায় বাড়ানো হচ্ছে সিনেমার শো। বলা যায়, চারদিকে শোনা যাচ্ছে শাকিব শাকিব রব। 

তবে এর মাঝেও দর্শককে তুমুল আকৃষ্ট করেছে যা, সেটি হলো ‘তাণ্ডব’ সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করা আফরান নিশো এবং সিয়াম আহমেদ।

বলা যায়, শাকিবের সিনেমায় তাণ্ডব চালাচ্ছেন তারা। অন্তত দর্শক বলছে তাই।

৭ জুন সিনেমাটি মুক্তি পাওয়ার পর বিভিন্নভাবে পাওয়া গেছে দর্শকের প্রতিক্রিয়া। হলে সিনেমা দেখে কেউ কেউ প্রতিক্রিয়া দেখিয়েছেন, কেউ কেউ আবার সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন তাদের প্রতিক্রিয়া।

কেউ বলছেন, ‘ছবিতে শাকিব খান ছিলেন দুর্দান্ত, তবে নিশো-সিয়াম জোস!’ কেউ আবার বলছেন, ‘এই সিনেমায় শাকিব খান যদি বেস্ট হন, তাহলে ম্যান অব দ্য ম্যাচ নিশো এবং সিয়াম।’ 

এমন বিভিন্ন মন্তব্য ঘুরছে সামাজিক যোগযোগমাধ্যমে।  

সিনেমা মুক্তির আগেই শোনা গিয়েছিলো, এখানে ক্যামিও চরিত্রে থাকছেন নিশো এবং সিয়াম। তবে রাফী এ বিষয়ে একদমই কথা বলতে রাজি হননি আগে। তিনি সবসময়ই বলেছেন, এটা সিনেমা মুক্তি পেলেই বোঝা যাবে। হলোও তাই। একেবারে চমকে গেলেন দর্শক।

শাকিব খান দারুণ কিছু দেখাবেন, তার আভাস মিলেছিল আগেই, কিন্তু এই সিনেমায় নিশো এবং সিয়ামের দুর্দান্ত উপস্থিতি দর্শককে চমকে দিয়েছে। বলা হচ্ছে, একেবারে ভিন্নমাত্রা দিয়েছে চরিত্র দু’টি। বিশেষকরে সিয়ামের লুক নিয়ে আলোচনা হচ্ছে বিস্তর। এমন লুকে এই অভিনেতাকে কেউ আগে দেখেননি। এক চোখ অন্ধ, দুর্ধর্ষ শারীরিক ভাষা, আর তেজদীপ্ত গলার স্বর, সব মিলিয়ে সিয়াম দেখিয়েছেন ভেলকি!

অন্যদিকে, প্রযোজক শাহরিয়ার শাকিল “দেশজুড়ে ১৩৯টি প্রেক্ষাগৃহের মধ্যে ১৩৩টিতে ‘তাণ্ডব’ মুক্তি পেয়েছে। সব জায়গা থেকেই প্রশংসার বন্যা বইছে। শুধু প্রথম দিনেই সিনেপ্লেক্সে ২৮টি শো হয়েছিল, দ্বিতীয় দিন থেকে বাড়িয়ে তা ৩৫টি করা হচ্ছে।”

উল্লেখ্য, আলফা আই প্রযোজিত ও রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। এছাড়াও অভিনয় করেছেন জয়া আহসান, আফজাল হসেন, ডা. এজাজ, রোজী সিদ্দিকী, এফএস নাঈমসহ আরও অনেকে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন