Logo
Logo
×

বিনোদন

অ্যাটলির সিনেমায় পারিশ্রমিক কত নেবেন দীপিকা-আল্লু

Icon

কাজী খলিলুর রহমান

প্রকাশ: ০৮ জুন ২০২৫, ১১:৫৭ এএম

অ্যাটলির সিনেমায় পারিশ্রমিক কত নেবেন দীপিকা-আল্লু

দীপিকা পাড়ুকোন নাকি আট ঘণ্টার শিফটে কাজ করার শর্ত দিয়ে কোণঠাসা হয়ে পড়েছেন! এমনকি সময় বেঁধে কাজ করার কথা বলে নাকি ‘কল্কি’ নির্মাতা নাগ আশ্বিনের বিরাগভাজনও হতে হয়েছে তাকে।

তাই ব্লকবাস্টার পারফরম্যান্স দেওয়া সত্ত্বেও নাকি সিক্যুয়েল থেকে বাদ পড়েছেন দীপিকা পাড়ুকোন।

এমন বিভিন্ন জল্পনা-কল্পনা যখন বলিউড, দক্ষিণী সিনেইন্ডাস্ট্রিতে ছড়িয়ে পড়েছে তখন একদম চুপ রয়েছেন দীপিকা। ‘স্পিরিট’, ‘কল্কি ২’ থেকে ছাঁটাই বিতর্কের মাঝেই অ্যাটলির মেগাবাজেটের সিনেমায় সাইন করার প্রমাণ দিলেন ভিডিও সমেত।

জানা গেছে, ‘জওয়ান’ পরিচালক ‘AA22XA6’ নামে ৮০০ কোটি রুপি বাজেটের সিনেমা তৈরি করতে যাচ্ছেন। যে সিনেমায় পুনর্জন্মের কাহিনি দেখা যাবে। একসময়ে শোনা গিয়েছিল, এই মেগাবাজেট সিনেমার জন্য সালমান খানের কাছে প্রস্তাব গেছে। তবে বক্স অফিসে ভাইজানের মন্দা বাজারে সেই প্রস্তাব হাত ঘুরে যায় আল্লু অর্জুনের কাছে। ‘পুষ্পা ২’ তারকা এরই মধ্যে সবুজ সংকেত দিয়েছেন। এপ্রিল-মে মাসের মধ্যেই প্রি প্রোডাকশনের কাজ শুরু হয়েছে।

জানা গেছে, পুনর্জন্মের প্রেক্ষাপটে অ্যাটলি নির্মিত এ সিনেমার প্রযোজনা করবে খ্যাতনামা তামিল প্রযোজনা সংস্থা সান পিকচার্স। যারা এ ঐতিহাসিক ড্রামার জন্য ৬০০ কোটি রুপি বাজেট নির্ধারণ করেছেন। আর সেই প্রযোজনা সংস্থার পক্ষ থেকেই আপত্তি উঠেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। প্রযোজক নাকি সালমানের উপর মেগাবাজেট সিনেমার ভার দিতে চাইছেন না।

সম্ভবত ভাইজানের বিগত কয়েক বছরের বক্স অফিসের গ্রাফ দেখেই এমন মতামত তাদের। আর সেই জন্যই আল্লুকে তারা বেছে নিয়েছেন। যে আল্লু অর্জুন ‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজির কল্যাণে একাই দক্ষিণী সিনেইন্ডাস্ট্রিকে ৩০০০ কোটি রুপি ব্যবসা দিয়েছিল। এবার সেই সিনেমাতেই যোদ্ধার ভূমিকায় দীপিকা পাড়ুকোন। বলিউড অভিনেত্রীকে ‘ক্যুইন’ সম্বোধন করে ভিডিও প্রকাশ্যে আনলেন অ্যাটলি। নায়িকা ঘনিষ্ঠদের মতে, সন্দীপ রেড্ডি বাঙ্গার মুখের উপর উপযুক্ত জবাব দেওয়া হয়েছে।

২০২৪ সালের শেষের দিকেই শোনা গিয়েছিল, অ্যাটলির সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন সালমান খান। বিগ বাজেট সিনেমার তারকা বাছাইয়ে যে দক্ষিণী নির্মাতা বড় চমক দেবেন, সেই ইঙ্গিতও তখন পাওয়া গিয়েছিল। ভারতীয় বিনোদনদুনিয়ার দুই বড় তারকা রজনীকান্ত এবং কমল হাসানের নামও শোনা গেছে। তবে সালমান না থাকলেও দক্ষিণের দুই বড় তারকাকে দেখা যাবে সিনেমায়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন