Logo
Logo
×

বিনোদন

অবশেষে শাকিব-নিশোর মনোমালিন্যের অবসান!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১১:৪৯ এএম

অবশেষে শাকিব-নিশোর মনোমালিন্যের অবসান!

ছবি : সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খানের সঙ্গে অভিনেতা আফরান নিশোর যে মনোমালিন্য ছিল তার অবসান হয়েছে। গতকাল রাতে শাকিবের অফিসে যান নিশো। জানা গেছে, সেখানেই শাকিব খানের কাছে ক্ষমা চান নিশো। এরপর দুইজন কয়েক ঘণ্টা ধরে আলাপ আলোচনা করেন।

শাকিব খানের অফিসে আরও ছিলেন আলফা আইয়ের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল, চরকির সিইও রেদওয়ান রনি। রাত সাড়ে ১২টার দিকে প্রযোজক শাহরিয়ার শাকিল, রেদওয়ান রনি প্রত্যেকে তাদের ফেসবুকে শাকিব-নিশোসহ একত্রে গলাগলি করে ছবি পোস্ট করে লেখেন, ব্রাদার্স! তবে তাৎক্ষণিকভাবে কারো মন্তব্য পাওয়া যায়নি। 

২০২৩ সালে সুড়ঙ্গ সিনেমা মুক্তির আগে নিশো একাধিকবার শাকিবকে ইঙ্গিত দিয়ে ব্যক্তিগত আক্রমণ করেছিলেন। যা শাকিবের ভক্তরা ভালোভাবে নেয়নি!এরপর  নিশোর সাথে দূরত্ব তৈরী হয় শাকিবের। আসন্ন ঈদে শাকিবের ‘তাণ্ডব’-এ নিশোর ক্যামিও রয়েছে, যা মেনে নিচ্ছিলেন না শাকিব ভক্তরা। সোশাল মিডিয়ায় তৈরী হয় তর্ক বিতর্ক! অবশেষে তাণ্ডব প্রযোজকদের মধ্যস্থতায় তাদের মধ্যে দূরত্বের অবসান হয়।

নিশোর পাশে শাকিবকে দেখে অনেকই মনে করছেন দুইজনের মনোমালিন্যের অবসান ঘরেছে। অনেকে আবার মন্তব্য করছেন ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে বানানো। এদিকে দুই তারকাকে পাশাপাশি দেখে শোবিজা তারকাও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। 

আরএস/

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন