Logo
Logo
×

বিনোদন

শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ সাবিলা নূর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৩:২০ পিএম

শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ সাবিলা নূর

ছবি : সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর প্রথমবারের মতো মেগাস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন ‘তাণ্ডব’ সিনেমায়। এরই মধ্যে মুক্তি পেয়েছে সিনেমাটির দ্বিতীয় গান। ‘লিচুর বাগান’। সেখানে শাকিব খানের সঙ্গে কোমর দুলিয়ে নেচেছেন সাবিলা নূর। 

প্রথমবার শাকিব খানের সঙ্গে কাজ নিয়ে অভিজ্ঞতা জানালেন সাবিলা। গণমাধ্যমকে অভিনেত্রী বলেন, শুরুতেই শাকিবের প্রশংসায় সাবিলা নূর বলেন, ‘শাকিব খানের একটা অউরা আছে। তিনি অনেক সুদর্শন। যখন সেটে আসেন, সবকিছু যেন চেঞ্জ হয়ে যায়। এতবড় একজন মেগাস্টার সেটা কোনোভাবেই কাউকে বুঝতে দেন না। সেটে যতক্ষণ থাকেন সবাইকে নিয়ে আনন্দে থাকেন, ক্যারেক্টার নিয়ে ভাবেন।’

সাবিলা নূর বলেন, ‘তাণ্ডবের শুটিং সেটে শাকিব খানের সঙ্গে আমার ১০ দিনের মতো শুটিং হয়েছে। শাকিব খানের সঙ্গে অভিনয় করতে গিয়ে শুরুতে নার্ভাস ছিলাম। সিনেমার অনেক কিছুই তো অন্যরকম। আমি যেহেতু অনেক বছর ধরে নাটকে কাজ করেছি, সুতরাং আমি নাটকের কাজের প্রসেসটা জানি। সে ক্ষেত্রে ভয় ছিল। প্রথম দিনেই, প্রথম সিনেই মেগাস্টার শাকিব খানের সঙ্গেই সিকোয়েন্স। যে নারভাসনেসটা ছিল, সেটা আসলে শাকিব খানের কারণেই দূর হয়ে গেছে। ’

সেটে থাকার সময় নিরিবিলি পরিবেশে থাকতে পছন্দ করেন সাবিলা। শাকিব খানও নাকি তার মতোই। সাবিলা নূর বলেন, ‘শাকিব খান সেটে সব সময় নিজের মতো করে থাকেন। সিন কী হবে? এটা নিয়ে চিন্তা করেন।’

সাবিলা আরো বলেন, ‘যখন পরিচালক অ্যাকশন বলেছেন, তখন আর ওনাকে শাকিব খান মনে হয়নি। তখন আমার যে ক্যারেক্টার নিশাতের ক্যারেক্টারের সঙ্গে আমি আসলে ওনাকে স্বাধীন হিসেবে ভেবে নিয়েছিলাম। সেটে উনি যতক্ষণ থাকেন, উনি যে এত বড় মেগাস্টার- এটা কাউকে বুঝতে দেন না। উনি গল্প নিয়ে অনেক-অনেক ভাবেন। আমার কাছে মনে হয়েছে, উনি ফিউচারে আরো ভালো করতে চান- এই ব্যাপারটা ওনার মধ্যে সব সময় থাকে। আমি চাই যে এই জিনিসটা যেন আমিও করতে পারি।’ 

রায়হান রাফির পরিচালনায় তাণ্ডবে শাকিব-সাবিলার সঙ্গে আরো অভিনয় করেছেন জয়া আহসান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন