
প্রিন্ট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৬ এএম
লাইফ সাপোর্টে চিত্রনায়িকা তানিন সুবহা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ জুন ২০২৫, ১২:১০ পিএম
-683e91e07fa30.jpg)
ছবি : সংগৃহীত
গুরুতর অসুস্থ হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন ঢাকাই চলচ্চিত্র অভিনেত্রী তানিন সুবহা। বর্তমানে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
জানা যায়, সোমবার (২ জুন) হঠাৎ অসুস্থবোধ করলে তানিনকে দ্রুত আফতাবনগরের একটি ক্লিনিকে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরলেও সন্ধ্যার দিকে আবার অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে বনশ্রীর ফরাজী হাসপাতালে নেওয়া হয়, যেখানে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার আরও অবনতি হলে রাতেই তাকে স্থানান্তর করা হয় পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে ।
তানিন সুবহার পরিবারের ঘনিষ্ঠজন জানান, হঠাৎ তানিনের বুকে তীব্র ব্যথা শুরু হয় এবং একাধিকবার বমি করার পর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে দ্রুত লাইফ সাপোর্টে নেওয়া হয়।
‘মাটির পরী’ সিনেমার মাধ্যমে তানিন সুবহার বড় পর্দায় অভিষেক ঘটে।
আরএস/