Logo
Logo
×

বিনোদন

এবার আইটেম গানে শাকিবের সঙ্গে নাচলেন সাবিলা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৮:৪৯ এএম

এবার আইটেম গানে শাকিবের সঙ্গে নাচলেন সাবিলা

ছবি : সংগৃহীত

প্রকাশ করা হল রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমার দ্বিতীয় গান লিচুর বাগান। এ ছবিতে অভিনয় করেছেন মেগাস্টার শাকিব খান ও সাবিলা নূর।

৩ মিনিট ২৮ সেকেন্ডের আইটেম গানটি গেয়েছেন সংগীতশিল্পী প্রীতম হাসান ও জেফার রহমান। গানের শুরুতে বিয়ের পালকিতে বসে বোল্ড লুকে ধরা দিয়েছেন সাবিলা। গানের তালে তালে শাকিব-সাবিলার রোমান্স দর্শকদের যেন মাতিয়ে রেখেছে।  

কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে গানটি প্রকাশ্যে আসতেই কমেন্টে বক্সে নেটিজেনরা বেশ প্রশংসা করেছেন। একজন লিখেছেন, ‘শাকিব খান মানেই সুপারস্টার! সবসময় নতুন কিছু উপহার দেন।’ আরেকজনের কথায়, ‘পুরাই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লিরিক্স তুলে আনছে‌, দারুণ।’

তাণ্ডব সিনেমার গল্প রচনা ও পরিচালনা করেছেন রায়হান রাফি এবং তার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন আদনান আদিব খান। বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। শাহরিয়ার শাকিলের প্রযোজনায় আলফা-আইয়ের ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রটি সহ-প্রযোজনা করেছে এসভিএফ ও চরকি।

আরএস/

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন