
প্রিন্ট: ২০ জুলাই ২০২৫, ০৬:৩৩ পিএম
শাকিব বনাম নিশো: এই বিতর্কের শেষ কোথায়!

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ জুন ২০২৫, ১০:৪১ এএম
-683d2b6cef747.jpg)
ছবি : সংগৃহীত
শুরু হয়েছে শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমা ঘিরে আরেক সিনেমা! এবার ‘তাণ্ডব’ সিনেমার নির্মাতা রায়হান রাফী অভিনেতা আফরান নিশোকে বললেন শাকিব খানকে সরি বলতে! এমনই এক অডিও ক্লিপ ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে রাফীকে বলতে শোনা যায়, ‘নিশো যে অন্যায়টা করেছে তাকে সরি বলতে হবে! সেটা শাকিব ভাইয়ের কাছে গিয়ে হোক, কিংবা জনসম্মুখে। এটা নিয়া আমার এবং শাকিব ভাইয়া, কারও কোনও দ্বিমত নাই।’
এরপর রায়হান রাফি আরো বলেন, ‘আজকে আমার সাথে যদি কেউ অন্যায় করে থাকে, তাহলে তাকে ফোন দিয়ে বা যেভাবে হোক সরি বলতে হবে। নিশো সরি বললে, এরপর শাকিব খান যদি চায় কাজ হবে, না চাইলে হবে না। আমি তো এত বোকা ডিরেক্টর না।’ ২০২৩ সালে আফরান নিশো ‘সুড়ঙ্গ’ সিনেমার প্রচারণার শাকিব খানকে ইঙ্গিত দিয়ে ‘সো কল্ড হিরো’ এবং তার ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন মন্তব্য করেন! ঝামেলা বাঁধে তখনই যখন ঈদে মুক্তি পেতে যাওয়া শাকিব খানের তাণ্ডব সিনেমায় একটি ক্যামিও চরিত্রে নিশোকে রাখার চেষ্টা করেন রাফী। আর সেটাই মানতে পারছেন না শাকিব ভক্তরা।
তবে শাকিব খান বিষয়টি তেমন গুরুত্ব না দিলেও নিশোর ওই আচরণ শাকিব ভক্তরা মোটেও ভালোভাবে নেয়নি। এবার শাকিবের সিনেমায় কয়েক সেকেন্ডের একটি ক্যামিও চরিত্রে থাকছেন নিশো, এই খবর ছড়িয়ে পড়তেই ক্ষিপ্ত হন শাকিব ভক্তরা।শাকিব ভক্তদের দাবি শাকিবের সিনেমায় নিশোর কোনও ক্যামিও থাকবে না। যদি নিশোকে রাখতে হয়, তাহলে শাকিব খানের কাছে নিশোকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে শোরগোল চলছে।
এটাও জানা যায়, নিশোর ক্যামিও থাকার বিষয়টি শাকিব নিজেও ভালোভাবে নেননি। বিশেষ করে তাকে না জানিয়ে যখন নিশোকে রাখার সিদ্ধান্ত নেন রাফী। এমনকি এটাও শোনা যায়, শাকিব একদিন শুটিং বন্ধও রেখেছিলেন!
শাকিব ভক্তদের অনেকেই ‘তাণ্ডব’ বয়কটের ডাক দিয়েছেন। শাকিব খানের সিনেমা মুক্তি পেলে কয়েকবার করে ভক্তরা দেখে থাকেন। কিন্তু নিশো সিনেমায় এসেই শাকিব খানকে নিয়ে যে কটাক্ষ করেছেন, তিনি যদি ক্ষমা না চান, তাহলে ভক্তদের সিনেমাটি দেখার আগ্রহ থাকবে না।
বিষয়টি নিয়ে চুপ ছিলেন ‘তাণ্ডব’ নির্মাতা রাফী। তবে রাফির অডিও ফাস হওয়ার পর অনেকেই বলছে, এ সবই তান্ডব সিনেমার প্রচারণার অংশ।
আরএস/