
প্রিন্ট: ২০ জুলাই ২০২৫, ০৫:০৯ পিএম
ঈদের রাত থেকে দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্টে’র নতুন সিজন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৯:০৩ এএম
-683d149604bd2.jpg)
ছবি : সংগৃহীত
জনপ্রিয় সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’ ৫ম সিজন ঈদুল আজহার রাত থেকে নতুন ৮ এপিসোড দেখা যাবে বঙ্গ অ্যাপে। নির্মাতা কাজল আরেফিন অমি রোববার (১ জুন) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
‘ব্যাচেলর পয়েন্ট’ দেখতে হলে ৪০ টাকায় সাবস্ক্রাইব করতে হবে দর্শকের। পরের মাসে অর্থাৎ জুলাইয়ে প্রথম বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গ অ্যাপে আরও ৮ এপিসোড রিলিজ হবে।
একইদিন রাত ৯টায় বুম ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রথম এপিসোড রিলিজ পাবে এবং সাড়ে ৯টায় চ্যানেল আইয়ের পর্দায় প্রথম এপিসোড দেখা যাবে। পরদিন (শুক্রবার) রাত ৯টায় বুম ফিল্মসের ইউটিউবে দ্বিতীয় এপিসোড রিলিজ হবে এবং সাড়ে ৯টায় চ্যানেল আইতে দেখা যাবে। এভাবে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার রাতে ইউটিউব ও টেলিভিশনে দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্ট’-সিজন ৫।
নির্মাতা অমি আরও জানান, গত চার সিজনের চেয়েও এবার বড় পরিসরে তিনি ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ নিয়ে হাজির হচ্ছেন।
নতুন সিজন উপলক্ষে সংবাদ সম্মেলনে ‘ব্যাচেলর পয়েন্ট’র অভিনয়শিল্পী ও কলাকুশলীদের মধ্যে উপস্থিত ছিলেন মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, শিমুল শর্মা, সাইদুর রহমান পাভেল, ফারিয়া শাহরিন, লালিমাসহ অনেকেই উপস্থিত ছিলেন।
আরএস/