Logo
Logo
×

বিনোদন

চলচিত্র পরিচালক তপু খানের বাবার মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৫, ১২:৫৩ পিএম

চলচিত্র পরিচালক তপু খানের বাবার মৃত্যু

ছবি- সংগৃহীত

নাটক ও চলচ্চিত্র পরিচালক তপু খানের বাবা মোহাম্মদ নাসির উদ্দিন খান আজ শনিবার ভোরে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। 

নাসির উদ্দিন খান বাংলাদেশ জুট করপোরেশনের ক্রয় কর্মকর্তা হিসেবে অবসর নেন। এরপর তিনি পারিবারিক ব্যবসা দেখাশোনা করছিলেন।

সংশ্লিষ্টজনরা জানায়, তাঁর বাবা কয়েক বছর ধরে কিডনি ও ডায়াবেটিসের সমস্যায় ভুগছিলেন। গত সপ্তাহে অবস্থার অবনতি হয়। এরপর দ্রুত ঢাকার শেরেবাংলা নগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস আন্ড ইউরোলজি হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে শারীরিক অবস্থার উন্নতি হলেও শুক্রবার রাতে মারাত্মক অবনতি হয়। এরপর ভোরে তাঁর মৃত্যু হয়।

তপু খানের খানের বাবার প্রথম জানাজা ঢাকার কল্যাণপুরের নিজ বাসায় বেলা ১১টায় অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা বাদ জোহর মানিকগঞ্জের সিঙ্গাইরের শায়েস্তা ইউনিয়ন কানাইনগর নিজ গ্রামে হবে। দ্বিতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এক যুগ ধরে নির্মাণের সঙ্গে যুক্ত তপু খান। এই সময়ের মধ্যে তিন শতাধিক নাটক পরিচালনা করেন তিনি। বানিয়েছেন বিজ্ঞাপনচিত্রও। তপু খান সবচেয়ে বেশি আলোচনায় আসেন ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমা বানিয়ে। এই সিনেমায় অভিনয় করেন শাকিব খান ও শবনম বুবলী।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন