Logo
Logo
×

বিনোদন

মুজিব চরিত্রের পর জিয়া চরিত্রেও অভিনয় করতে প্রস্তুত আরিফিন শুভ!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৫, ০৯:১২ এএম

মুজিব চরিত্রের পর জিয়া চরিত্রেও অভিনয় করতে প্রস্তুত আরিফিন শুভ!

ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব : একটি জাতির রূপকার’-এ অভিনয় করে ব্যাপক আলোচনায় উঠে আসেন। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে পর্দার বাইরে শুভ। তাকে আর অভিনয়ে দেখা যায়নি।

আরিফিন শুভকে নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। বিশেষকরে শেখ মুজিবের চরিত্রে অভিনয়, উক্ত সিনেমায় এক টাকা পারিশ্রমিক নেওয়া, তার নামে বরাদ্দকৃত প্লট বাতিল, সবমিলিয়ে শুভ ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

সম্প্রতি তিনি দেশের এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শুভ জানিয়েছেন, তিনি একজন অভিনেতা। অভিনেতার কাজ অভিনয় করা এবং যেকোনও চরিত্রকে যথাযথভাবে পর্দায় তুলে আনা। তিনি সেটিই করেছেন। শেখ মুজিবের চরিত্রে তাকে উপযুক্ত মনে করা হয়েছে, কাস্ট করা হয়েছে, তিনি শুধু অভিনয় করেছেন। এমনকি তাকে যদি জিয়াউর রহমানের চরিত্রেও অভিনয় করতে বলা হয়, তিনি সেটা করবেন।

এ সময় নিজেকে রাজনীতির একেবারেই বাইরের একজন মানুষ দাবি করেন শুভ। এ বিষয়ে শুভ বলেন, “নির্বাচনে যেতে চাইলে তো মনোনয়নপত্র কিনতে হতো। আমি কি সেটা করেছি? নির্বাচনে দাঁড়াতে হলে তো রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতে হয়। আপনি আমাকে কখনো দেখেছেন তেমন কিছু করতে? যখনই ‘মুজিব’ করলাম, তখন থেকেই নানা গুঞ্জন আমি নাকি এমপি হচ্ছি, এক টাকা পারিশ্রমিক নিয়েছি সুবিধা পাওয়ার জন্য। অথচ বাস্তবে এমন কিছু ঘটেছে কি? ‘মুজিব’ করে আমি যদি কোনো বিশেষ সুবিধা নিয়ে থাকি, আপনি অনুসন্ধান করে প্রমাণসহ সবাইকে জানান। আর এই ছবি করার অনেক আগেই স্পষ্ট করে বলেছি, আমি কখনও রাজনীতিতে জড়াব না। এটি আমার সচেতন এবং ব্যক্তিগত সিদ্ধান্ত। কেউ চাইলে সেই বক্তব্যের রেকর্ডও খুঁজে পাবেন। রাজনীতি আমার পথ নয়, আমি শুধু অভিনয়টা বুঝি, আর সেটা নিয়েই থাকতে চাই।’

আগামীতে যদি আপনাকে জিয়াউর রহমানের বায়োপিকে অভিনয় করতে বলা হয়, করবেন? এমন প্রশ্নে আরিফিন শুভ বলছেন, ‘বেন কিংসলে মহাত্মা গান্ধীর চরিত্র করেছেন, মরগান ফ্রিম্যান আর ইদ্রিস এলবা নেলসন ম্যান্ডেলার ভূমিকায় অভিনয় করেছেন। তার মানে কি তারা ওই গোষ্ঠীর প্রতিনিধি হয়ে গেছেন? তাহলে আমার ক্ষেত্রে এ প্রশ্নটাই বা আসে কেন? আমি একজন অভিনেতা। আমার কাজ চরিত্রে ঢুকে সেই চরিত্রকে সত্য করে তোলা। আমাকে যেকোনও চরিত্রে পরিচালক যোগ্য মনে করলে, আমি বরাবরই প্রস্তুত।’

আরএস/ 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন