
প্রিন্ট: ২৯ আগস্ট ২০২৫, ০৭:৫১ পিএম
শুটিংয়ে গুরুতর অসুস্থ ইমরান হাশমি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ মে ২০২৫, ০২:৫৭ পিএম

ছবি : সংগৃহীত
দক্ষিণী সিনেমায় পা রাখতে চলেছেন বলিউড তারকা ইমরান হাশমি। তবে পবন কল্যাণের সঙ্গে ‘ওজি’ সিনেমার শুটিং সেটে আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন ইমরান হাশমি। অভিনেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জানা গেছে, মুম্বাইয়ের আর এ কলোনিতে নতুন সিনেমা ‘ওজি’র শুটিং চলাকালীন শারীরিকভাবে অসুস্থ বোধ করছিলেন অভিনেতা। এরপর তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি করা হয়। একাধিক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায় যে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ইমরান হাশমি।
প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, শুটিংয়ের সময়ে অভিনেতার জ্বর ও গা, হাত-পা ব্যথার মতো বেশ কিছু উপসর্গ দেখা দিয়েছিল। আচমকাই ইমরান বেশি অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে এই মুহূর্তে পুরোপুরি বিশ্রামে রয়েছেন ইমরান। চিকিৎসায় সেরে উঠছেন তিনি।
ইমরানকে সর্বশেষ দেখা গেছে ‘গ্রাউন্ড জিরো’-তে। এবার ‘ওজি’ সিনেমা দিয়ে তেলুগু ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন তিনি। কথা ছিল চলতি বছর সেপ্টেম্বর মাসের ২৫ তারিখ মুক্তি দেওয়া হবে সিনেমাটি। তবে অভিনেতার অসুস্থতার কারণে পূর্বঘোষিত সময় মুক্তি না দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
আরএস/