Logo
Logo
×

বিনোদন

মন গললো শাকিবের, তাণ্ডবে থাকছেন নিশো!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৫, ০২:৩৫ পিএম

মন গললো শাকিবের, তাণ্ডবে থাকছেন নিশো!

ছবি : সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ বেশ উচ্চ পর্যায়ে। ছবিটির শুয়েয়ের কিছু কাজ বাকি রয়েছে। কিন্তু শুটিং শেষ করতে চাইছিলেন না শাকিব খান। কারণ শাকিবকে না জানিয়েই এই ছবিতে ক্যামিও হিসেবে আফরান নিশোকে শুটিং করানো হয়েছে।  

শাকিব খানের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শাকিব খানকে না জানিয়েই তাণ্ডব সিনেমায় ক্যামিও দেওয়ার জন্য আফরান নিশোকে শুটিং করানো হয়েছে। না জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া শাকিব ক্ষুব্ধ। তাই তিনি সিনেমার শুটিং বাকি রাখেন।যতক্ষণ পর্যন্ত নির্মাতা আফরান নিশোর ক্যামিও অংশ বাতিলের প্রকাশ্য ঘোষণা দেবেন না রাফী, ততক্ষণ পর্যন্ত শুটিংয়ে অংশ নেবেন না ঢাকাই সিনেমার নবাব-গতকাল পর্যন্ত এই সিদ্ধান্তে দৃঢ় ছিলেন শাকিব।  

জানা গেছে, গতকাল শুটিংসেটে যাননি শাকিব। কিন্তু শেষ পর্যন্ত ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেতার মন গলেছে। রাফী শাকিবকে বোঝাতে সমর্থ হয়েছেন নিশো'র যে অংশ টুকু রয়েছে; সেটার তার পরের সিনেমার একটি চরিত্র, যে চরিত্র দূর দিয়ে হেঁটে যাবে। তাই একদিন বিরতি রেখে আজ তাণ্ডবের শুটিংয়ে অংশ নিচ্ছেন শাকিব খান। 

শাকিব খানকে নিয়ে একটা মন্তব্য করেছিলেন আফরান নিশো।  সে সময় নিশোর প্রথম সিনেমা 'সুড়ঙ্গ 'মুক্তি পেয়েছিল। সিনেমার প্রচারণার সময় তার করা একটি মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল বিতর্ক হয়। তবে এ বিষয়ে চুপচাপ ছিলেন শাকিব খান। 

ওই ঘটনার দুই বছর পর একটি ভিডিও সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে আবার কথা বললেন নিশো। বক্তব্যে তিনি আগের করা মন্তব্যকে 'ভুল বোঝাবুঝি' বলেও উল্লেখ করেন তিনি। ভিডিওতে আফরান নিশো বলেন, 'সে সময় যেটা ঘটেছিল, সেটা একটা ভুল বোঝাবুঝি। এইটা খুবই অনাকাঙ্ক্ষিত। আমি শাকিব খানকে বলব, প্লিজ এটা নিয়ে আপনি মনে কষ্ট রাখবেন না।'

 ‘তাণ্ডব’ সিনেমার গল্প একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে।

আরএস/ 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন