Logo
Logo
×

বিনোদন

সালমানকে খারাপ অভিনেতা বললেন কারিনা!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৫, ০২:১৬ পিএম

সালমানকে খারাপ অভিনেতা বললেন কারিনা!

ছবি : সংগৃহীত

‘সিকান্দার’ সিনেমার ভরাডুবির পর সালমান খানের স্টারডম নিয়ে প্রশ্ন তুলে উঠেছিল। লাগাতার ব্যর্থতায় বলিউড ভাইজানকে কম কটাক্ষের শিকার হতে হয়নি! কেন আর আগের মতো ব্যবসা দিতে পারছেন না তার সিনেমা? এমন আলোচনার মাঝেই ভাইরাল সালমানকে নিয়ে কারিনা কাপুরের বিস্ফোরক মন্তব্য!

সালমানের ব্যাপারে কারিনার স্পষ্ট জবাব, ‘সালমান অভিনেতা হিসেবে খুব খারাপ। আমার তাকে একদম পছন্দ নয়। আমি কোনও দিন সালমান ভক্ত ছিলাম না। আমি তো তাকেও বলি, সবসময় এত অতিরঞ্জিত করে সবকিছু। ’ 

ক্যারিয়ারে বিভিন্ন সময়ে বলিউডের সালমান, শাহরুখ আমির খানের সঙ্গে জুটি বেঁধেছেন কারিনা।  খান সাম্রাজ্যের মধ্যে সালমানের সঙ্গে সব থেকে বেশি জুটি বেঁধেছেন কারিনা। সেই ‘বডিগার্ড’ থেকে শুরু, তারপর ‘কিউঁ কি’, ‘ম্যায় অউর মিসেস খান্না’র মতো একাধিক সিনেমার জুটি তারা। তাদের রসায়নও দর্শকমহলে বেশ প্রশংসিত। এরপরও কারিনার ভাষ্য, ‘সালমান খান মোটেই ভালো অভিনেতা নন। ’

এক সাক্ষাৎকারে বলিউডের তিন খানকে নিয়ে মুখ খোলেন কারিনা। সেখানেই শাহরুখকে নিয়ে কারিনা বলেন , ‘শাহরুখকে আমি প্রচণ্ড ভালোবাসি। ওর ব্যাপারে আমাকে জিজ্ঞেস করো না। ঘণ্টার পর ঘণ্টা কথা বলে যাব! 

আর মিস্টার পারফেকশনিস্ট আমির খানের ব্যাপারে করিনার উত্তর, ‘‘আমিরও ভালো। ‘হাম হ্যায় রাহি প্যায়ার কে’, ‘কেয়ামত সে কেয়ামত তক’ সিনেমাগুলোতে ওকে আমার ভালো লেগেছিল। তবে সব খানদের মধ্যে আমি শাহরুখের ভক্ত। ”

কারিনা কাপুরের সেই অতীত সাক্ষাৎকার বর্তমানে আবারও সামাজিকমাধ্যমে ভাইরাল। এ নিয়ে বর্তমানে নেটপাড়ায় আবারও হইচই শুরু হয়েছে!

আরএস/

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন