
প্রিন্ট: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৯ পিএম
অল্পের জন্য প্রাণে বাঁচলেন অভিষেক বচ্চন!

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ মে ২০২৫, ০৯:২৮ এএম

ছবি : সংগৃহীত
‘হাউসফুল ৫’ সিনেমার ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন।
মুম্বাইয়ে আয়োজিত ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে আচমকাই ভেঙে পড়ে ভেন্যুর ছাদের একটি অংশ। ঠিক সেই সময় সিঁড়ি দিয়ে নামছিলেন অভিষেক বচ্চন। মুহূর্তের ব্যবধানে তার মাথার উপর ভেঙে পড়ে ছাদ। সময়মতো সরে যাওয়ায় রক্ষা পান অভিষেক।
ভিডিও ফুটেজে দেখা গেছে, দুর্ঘটনার পর অভিষেক দ্রুত সবাইকে নিরাপদ স্থানে সরে যেতে বলেন। আয়োজনে উপস্থিত সাংবাদিক ও টিমের সদস্যদেরও সতর্ক করে দেন তিনি।
তবে থেমে থাকেনি ‘হাউসফুল ৫’-এর প্রচার। প্রকাশিত ট্রেলার ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখ, কৃতি খারবান্দা ও পূজা হেগড়ে অভিনীত এই বিগ বাজেট সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ৬ জুন।
আরএস/