Logo
Logo
×

বিনোদন

বিয়ের তিন বছর, পূর্ণিমাকে নিয়ে যা বললেন স্বামী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৫, ০১:৪৪ পিএম

বিয়ের তিন বছর, পূর্ণিমাকে নিয়ে যা বললেন স্বামী

ছবি : সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা ও আশফাকুর রহমান রবিনের বিয়ের তিন বছর পূর্ণ হয়েছে। গত বছরের ২০২৩ সালের ২৭ মে আশফাকুর রহমানের সঙ্গে ঘর বাঁধেন তিনি। 

তৃতীয় বিবাহবার্ষিকীতে এক ফেসবুক পোস্টে রবিন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আজ আমাদের বৈবাহিক জীবনের তিন বছর পূর্ণ হলো — যা ছিল ভালোবাসা, ধৈর্য আর অগণিত স্মৃতির এক অসাধারণ যাত্রা। আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা যে তিনি আমাকে দিলারা হানিফ পূর্ণিমার মতো একজন জীবনসঙ্গী দিয়েছেন। যে আমাকে বোঝে, সমর্থন দেয়, আর সবসময় আমার পাশে থাকে। তুমি আমাদের এই পথচলাকে এতটা বিশেষ করে তুলেছো, আমি এর চেয়ে বেশি কিছু চাওয়া কল্পনাও করিনি।’

তিনি বলেন, ‘আমার প্রিয় স্ত্রী, তুমি আমার শান্তি, শক্তি। আমি দোয়া করি, আমাদের বন্ধন দিনে দিনে আরও গভীর হোক এবং আল্লাহ আমাদের প্রতিটি পদক্ষেপে বরকত দান করুন।’

ক্যারিয়ারে তুঙ্গে থাকা অবস্থায় বিয়ে করেছিলেন পূর্ণিমা। তার প্রথম স্বামীর আহমেদ জামাল ফাহাদ। ২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে তাদের বিয়ে হয়েছিল। ২০১৪ সালের ১৩ এপ্রিল প্রথম কন্যাসন্তানের মা হন পূর্ণিমা। ২০২২ বিচ্ছেদের বিষয়টি জানান এই নায়িকা। এরপর দ্বিতীয় বিয়ে করেন পূর্ণিমা।

আরএস/

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন