Logo
Logo
×

বিনোদন

‘ইনসাফ’র টিজারে ঝড় তুললেন রাজ-ফারিণ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৫, ০১:২৩ পিএম

‘ইনসাফ’র টিজারে ঝড় তুললেন রাজ-ফারিণ

ছবি : সংগৃহীত

আগামী ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে থ্রিলার গল্পের সিনেমা ‘ইনসাফ’। দর্শকের আগ্রহ বেড়ে গেছে এর টিজার প্রকাশের পর। এ সিনেমার ৮২ সেকেন্ডের টিজারের একটি ভিডিও প্রকাশ করেছেন নির্মাতা সঞ্জয় সমদ্দার।

‘ইনসাফ’ সিনেমার শেয়ার করা টিজারে ঝড় তুলেছেন শরীফুল রাজ। টিজারে দেখা যায়, এক সময়ের ত্রাশ ডন ইউসুফ হয়ত আবার ফিরে এসেছে আজব ক্যারেক্টার খুন করার পরে দুধ দিয়ে গোসল করে। ইউসুফের চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ আর তার বিপরীতে নায়িকা হিসেবে রয়েছেন তাসনিয়া ফারিণ।

কুখ্যাত খুনি ইউসুফকে কুড়াল হাতে মানুষকে হত্যা করতে দেখা যায়। হাতে কুড়াল মুখে জলন্ত সিগারেট আর চোখে মুখে প্রতিশোধের নেশা। ইউসুফ কোনো সাধারণ মান্তান নয়। এদিকে ফারিণের এক ঝলক দেখা যায়, যখন জঙ্গলের মাঝে কুড়াল হাতে খুন করছিল আর ফিনকি দিয়ে রক্ত গিয়ে পড়ে ফারিণের মুখে।

টিজারের শেষে চমকে দিয়েছেন মোশাররফ করিম। মেডিকেলের মাঝে ভয়ঙ্কর রূপে চোখে চশমা হাতে শর্টগান তিনি বলেন, ‘আমি অমানুষ মারি মানুষ মারি না।’ সঞ্জয় সমদ্দার পরিচালিত দ্বিতীয় সিনেমা ‘ইনসাফ’।

আরএস/ 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন