Logo
Logo
×

বিনোদন

একাধিক গোয়েন্দা সংস্থার সদস্য হওয়ার অভিজ্ঞতা শেয়ার করলেন বাঁধন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৫, ০২:৪১ পিএম

একাধিক গোয়েন্দা সংস্থার সদস্য হওয়ার অভিজ্ঞতা শেয়ার করলেন বাঁধন

ছবি : সংগৃহীত

একাধিক দেশের গোয়েন্দা সংস্থার সদস্য হিসেবে নানা অভিযোগের সম্মুখীন হওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধন। রোববার (২৫ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এই অভিজ্ঞতার বিস্তারিত তুলে ধরেন।  

বাঁধন জানান, ২০২১ সালে বলিউডের সিনেমা 'খুফিয়া'-তে কাজ করার সময় তাকে 'র' এজেন্ট হিসেবে ভাবা হয়েছিল। সিনেমার সহ-অভিনেতা ছিলেন তাবু। কিন্তু সিনেমার প্রিমিয়ারে যোগ দিতে গিয়ে তিনি ভিসা জটিলতায় পড়েন।  

তিনি দাবি করেন, ভারতীয় হাইকমিশন তার ভিসা পাঁচবার প্রত্যাখ্যান করে, এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সঙ্গে তোলা একটি ছবি দেখিয়ে উদ্বেগ প্রকাশ করে। পরে দেশের উচ্চপদস্থ বন্ধুদের সহায়তায় এক মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা পেলেও বলিউড ও কলকাতায় কাজের সুযোগ হারান তিনি।  

এছাড়া তিনি জানান, জুলাই গণভ্যুত্থানের সময় তাকে সিআইএর এজেন্ট, ইউএসএইড থেকে অর্থ গ্রহণকারী, এমনকি জামায়াত কর্মী হিসেবেও অভিযুক্ত করা হয়।  

বাঁধন আরও বলেন, তাকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য বলেও দাবি করা হয়েছে। এমনকি সর্বশেষ গত রাতে আবারও তাকে ভারতীয় গোয়েন্দা সংস্থার 'র' এজেন্ট হিসেবে উল্লেখ করা হয়েছে।  

নিজের হতাশা প্রকাশ করে বাঁধন লেখেন, "কি ধরনের সমাজে বাস করছি আমরা? এখানে কেউ দেশকে ভালোবাসে না এবং মনে করে কেউই দেশকে ভালোবাসে না।"  

তার এই অভিজ্ঞতার শেয়ার করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন