
প্রিন্ট: ২৯ আগস্ট ২০২৫, ০৪:১৬ এএম
নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ, করা হবে রিমান্ড আবেদন

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২৫, ১১:৫৬ পিএম

নুসরাত ফারিয়া
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার (১৮ মে) রাতে তাকে জিজ্ঞাসাবাদ শেষে রাজধানীর ভাটারা থানায় দায়ের হওয়া একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস. এন. মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার (১৯ মে) ফারিয়াকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে।
এর আগে দুপুরে থাইল্যান্ডগামী একটি বাংলাদেশ বিমানের ফ্লাইটে উঠার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে তাকে হস্তান্তর করা হয় ভাটারা থানা পুলিশের কাছে।
সেখান থেকে ফারিয়াকে নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে, যেখানে তাকে বিস্তারিতভাবে জিজ্ঞাসাবাদ করা হয়।
সূত্র জানায়, ২০২৪ সালে সংঘটিত বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘর্ষ এবং হত্যাচেষ্টার একটি মামলায় নুসরাত ফারিয়ার নাম উঠে এসেছে। মামলায় অভিযোগ রয়েছে, তিনি আন্দোলনের বিরোধিতাকারীদের আর্থিক সহায়তা দিয়েছেন এবং সরকারি দল আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় ঘটনাটির পেছনে ভূমিকা রেখেছেন।
ফারিয়ার গ্রেপ্তার নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছে, যদিও পুলিশ জানিয়েছে, সব অভিযোগ আইনানুগভাবে যাচাই-বাছাই করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।