Logo
Logo
×

বিনোদন

বিয়ের পরের জীবন খুবই মজা : শিরিন শিলা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০১:২০ পিএম

বিয়ের পরের জীবন খুবই মজা : শিরিন শিলা

ছবি : সংগৃহীত

গত বছরের অক্টোবরে ছয় বছরের প্রেমের সফল পরিণতি ঘটিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শিরিন শিলা ও আবিদুল মোহাইমিন সাজিল। বিয়ের পর থেকেই সুখী দম্পতি হিসেবে পরিচিতি পেয়েছেন তারা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেদের পরিচয়ের গল্প ও সম্পর্কের নানা খুনসুটি স্মৃতিচারণ করেন শিরিন শিলা। তিনি জানান, এক ঘনিষ্ঠ বান্ধবীর মাধ্যমে সাজিলের সঙ্গে তার প্রথম পরিচয়। সেই বান্ধবী তার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেলে শিলাকে একদিন সঙ্গে নিয়ে যান, সেখানেই প্রথম দেখা হয় সাজিলের সঙ্গে।

শিরিন শিলা বলেন, প্রথমে ওর সঙ্গে আমার অনেক ঝগড়া লাগত। ওর একটা সমস্যা ছিল—খোঁচা দিয়ে কথা বলত। আরেকটা বাজে অভ্যাস ছিল, মানুষকে পচানো। যদিও এখন আমি অভ্যস্ত হয়ে গেছি। আগে তো প্রেমের সময় কিছু বলতাম না, এখন শ্বশুর-শাশুড়ির কাছে বিচার দিই।

বিয়ের পর জীবন কেমন পাল্টেছে জানতে চাইলে শিলা বলেন, পরিবর্তন একটাই, আগে চুরি করে প্রেম করতাম, আর এখন সবাই জানে আমরা হাজবেন্ড-ওয়াইফ। এখন কোথাও গেলে আর লুকাতে হয় না।

দাম্পত্য জীবনের আনন্দের কথা বলতে গিয়ে হাসিমুখে শিলা জানান, বিয়ের পরের জীবন খুবই মজা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন