Logo
Logo
×

বিনোদন

বিবাহবন্ধনে জামিল-মুনমুন : পর্দার প্রেম বাস্তব জীবনে

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৯:৫৯ পিএম

বিবাহবন্ধনে জামিল-মুনমুন : পর্দার প্রেম বাস্তব জীবনে

অভিনেতা জামিল হোসেন ও অভিনেত্রী মুনমুন আহমেদ মুন

ছোট পর্দার জনপ্রিয় দুই মুখ, অভিনেতা জামিল হোসেন ও অভিনেত্রী মুনমুন আহমেদ মুন এবার জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন। চলতি এপ্রিল মাসের শুরুতেই এই জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

অভিনয়জগতে একসঙ্গে কাজ করতে করতেই গড়ে ওঠে তাদের পরিচয়। নাটকে একাধিকবার জুটি বাঁধার সুবাদে কাছাকাছি আসেন দুজন, আর সেই পরিচয় থেকেই জন্ম নেয় ভালো লাগা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মুনমুন জানালেন তাদের প্রেম শুরু হওয়ার মজার গল্পটি।

“আমরা একে অপরকে আপনি করে বলতাম,” বলেন তিনি। “হঠাৎ একদিন জামিল এসে বলে, ‘আপা, চলেন প্রেম করি।’ শুনে প্রথমে একটু অবাকই হয়েছিলাম। কিন্তু ভেবে দেখলাম, কেন নয়? তারপর রাজি হয়ে যাই।”

জামিলের প্রতি ভালো লাগার শুরু আরও আগেই—তখন থেকেই, যখন তিনি মীরাক্কেল প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। মুনমুন বলেন, “মীরাক্কেলে ওর পারফরম্যান্স দেখেই ভালো লাগা তৈরি হয়। পরে যখন একসঙ্গে কাজ করলাম, বুঝলাম জামিল একজন চমৎকার, ভদ্র এবং আত্মবিশ্বাসী মানুষ।”

ঢাকায় বড় হওয়া মুনমুন ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে বিবিএ শেষ করেন। ২০১৭ সালে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান মালয়েশিয়ায় এবং মাহশা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন।

মডেলিংয়ের মাধ্যমে বিনোদনজগতে পা রাখা মুনমুন কাজ করেছেন ১৫টিরও বেশি বিজ্ঞাপনে। নাটকেও অল্প সময়েই নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের নজর কেড়েছেন। মুন অভিনয় করেছেন একটি চলচ্চিত্রেও—‘কাগজ’ নামের সিনেমায়, যদিও সিনেমায় আসার প্রস্তাব তিনি শুরুতে একটু ভেবে নিয়েছিলেন।

অন্যদিকে, রসিকতা আর অভিনয়ের সংমিশ্রণে দর্শকের মন জয় করা জামিল হোসেন উঠে এসেছেন জনপ্রিয় রিয়েলিটি শো মীরাক্কেল থেকে। সেই যাত্রা এখন প্রসারিত হয়েছে নাটক, বিজ্ঞাপন এবং ওয়েব সিরিজের মাধ্যমে। নিজের অবস্থান তিনি বেশ দৃঢ়ভাবেই গড়ে তুলেছেন।

এখন পর্দার এই জুটি বাস্তব জীবনেও একে অন্যের পাশে। অভিনয়ের পাশাপাশি জীবনসঙ্গী হিসেবেও তাদের নতুন পথচলা শুরু হলো—যেখানে অভিনয়ের গল্পের চেয়েও মধুর হতে পারে তাদের জীবনের গল্প।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন