Logo
Logo
×

বিনোদন

১১ মিনিটের মহাকাশ ভ্রমণে কেটি পেরি, কত খরচ হলো?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১১:৫২ পিএম

১১ মিনিটের মহাকাশ ভ্রমণে কেটি পেরি, কত খরচ হলো?

মহাকাশ অভিযানে এক নতুন ইতিহাস গড়লেন বিশ্বখ্যাত গায়িকা কেটি পেরি

মহাকাশ অভিযানে এক নতুন ইতিহাস গড়লেন বিশ্বখ্যাত গায়িকা কেটি পেরি। জেফ বেজোসের মালিকানাধীন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘ব্লু অরিজিন’-এর একটি যান চড়ে কেটি পেরিসহ ছয়জন নারী ঘুরে এলেন মহাশূন্য থেকে।

নারীদের জন্য মহাকাশ ভ্রমণের এই সাফল্য শুধু আর একটি পদক্ষেপ নয়, বরং ভ্রমণপ্রেমীদের গন্তব্য তালিকায় মহাকাশকেও যুক্ত করল নতুন করে।

বর্তমানে বেসরকারি উদ্যোগে মহাকাশ অভিযানে যাওয়া আর অতটা দুর্লভ নয়। ইলন মাস্কের ‘স্পেসএক্স’ এবং জেফ বেজোসের ‘ব্লু অরিজিন’-এর মতো প্রতিষ্ঠানগুলোর প্রচেষ্টায় ‘স্পেস ট্যুরিজম’ বা মহাকাশ ভ্রমণ ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। শুধু গবেষণাই নয়, ব্যবসা ও ভ্রমণের নতুন দিগন্ত হিসেবেও দেখা হচ্ছে এই মহাকাশ অভিযানে।

এইবারের অভিযানে অংশ নেওয়া কেটি পেরিসহ ৬ জন নারী ব্লু অরিজিনের নভোযানে চেপে প্রায় ১১ মিনিট ভেসে ছিলেন ওজনহীন মহাশূন্যে। নিরাপদে পৃথিবীতে ফিরে এসে এই অবিশ্বাস্য অভিজ্ঞতা ভাগ করে নিয়ে কেটি পেরি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, “বাড়ির মতো আরাম কোথাও নেই।”

তাহলে, প্রশ্ন উঠতেই পারে—কীভাবে সম্ভব এই মহাকাশ ভ্রমণ? আর কত খরচ পড়তে পারে এমন এক ঝটিকা সফরে?

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, ১৮ বছর বয়স পূর্ণ হলেই আপনি মহাকাশ ভ্রমণের জন্য যোগ্য বিবেচিত হবেন। যেকোনো ভ্রমণের মতোই আপনাকে টিকিট বুক করতে হবে এবং পূরণ করতে হবে একটি বিস্তারিত ফর্ম। খরচের পুরো টাকাটিও আগেভাগে জমা দিতে হয়। তবে যদি যাত্রা বাতিল হয়, তাহলে পুরো অর্থ ফেরত দেওয়ার নিয়ম রয়েছে।

তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো খরচ। ব্লু অরিজিনের তথ্য অনুযায়ী, এই ১১ মিনিটের মহাকাশ সফরের জন্য ব্যয় করতে হতে পারে প্রায় ২ লাখ থেকে ৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার পর্যন্ত—বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ২ কোটি ২০ লাখ থেকে ৫ কোটি টাকা!

এই বিশাল অঙ্কের কারণে আপাতত ধনকুবের ও বিশিষ্ট ব্যক্তিদের পক্ষেই সম্ভব হচ্ছে এমন অভিজাত ‘স্পেস ট্যুর’-এ অংশ নেওয়া। তবে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে হয়তো একদিন এই অভিজ্ঞতা আরও অনেকের হাতের নাগালেই চলে আসবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন