
প্রিন্ট: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩১ এএম
ভারত এবং বাংলাদেশে একইসঙ্গে মুক্তি পাচ্ছে ‘পুষ্পা ২’

অনলাইন
প্রকাশ: ২২ মে ২০২৪, ১১:৩৪ এএম

পুষ্পা ২
২০২১ সালে মুক্তি পেয়েছিল সুকুমার পরিচালিত সর্বভারতীয় ছবি ‘পুষ্পা—রাইজ’। পুষ্পারূপী আল্লু অর্জুন বাংলাদেশের অনেক দর্শকেরও প্রিয় তারকা। ১৫ আগস্ট বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘পুষ্পা ২’, প্রথম কিস্তির চেয়েও বেশি বাজেট এবং বড় আয়োজনে তৈরি হয়েছে ছবিটি।
তেলেগু ‘পুষ্পা’ চলচ্চিত্র বাংলাদেশে বেশ সাড়া ফেলেছিল। অনলাইনের বিভিন্ন মাধ্যমে ভক্তরা উপভোগ করেছিলেন ছবিটি। তারা অপেক্ষায় আছেন দ্বিতীয় কিস্তি ‘পুষ্প ২: দ্য রুল’র। নতুন খবর হল- এবার ছবিটি দেশের সিনেমা হলেই মুক্তি পাচ্ছে। এটি আনছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।
নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন এরইমধ্যে ‘পুষ্পা ২-দ্য রুল’র ভারতীয় পরিবেশকের সঙ্গে আলোচনাও সেরে রেখেছেন। তবে বাংলায় নয়, হিন্দিতেই সিনেমাটি মুক্তি দেবেন বাংলাদেশে। কারণ বিদেশি সিনেমা আমদানি নীতিমালায় রয়েছে যে, কোনো সিনেমার বাংলা ডাবিং বাংলাদেশে মুক্তি দেওয়া যাবে না।
অনন্য মামুন বললেন, ‘আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই পুষ্পা-২ ভারতে বাংলায় মুক্তি পেলেও এখানে আমরা হিন্দি ভার্সনই মুক্তি দেব। এখন প্যান ইন্ডিয়ান অনেক ছবিই বাংলায় ডাবিং হচ্ছে। কিন্তু আমরা কখনোই হিন্দি ছাড়া বাংলা ডাবিংয়ে মুক্তি দেবে না।’
বছরে ১০টি ভারতীয় সিনেমা আমদানির অনুমতি দিয়েছিল তথ্য ও বাণিজ্য মন্ত্রণালয়। বাংলাদেশে ২০২৩ সাল থেকেই মুক্তি পাচ্ছে ভারতীয় সিনেমা। যা শুরু হয় শাহরুখ খানের ‘পাঠান’ মুক্তির মধ্য দিয়ে। এরপর দেশের হলে একে একে মুক্তি পেয়েছে ‘কিসি কা ভাই কিসি কি জান’, ‘জওয়ান’, ‘অ্যানিমেল’, ‘ডানকি’ ও ‘ক্রু’।