
প্রিন্ট: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:২০ পিএম
এবার আল্লু অর্জুনের নায়িকা হচ্ছেন প্রিয়াঙ্কা!

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ০৪:৫০ পিএম
-67f25c6a8df7c.jpg)
ফাইল ছবি
দক্ষিণ ভারতীয় সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন শাহরুখ খানের ‘জওয়ান’ নির্মাতা অ্যাটলি কুমারের সিনেমা করবেন বলে শোনা যাচ্ছে। ইতোমধ্যে সিনেমার নায়িকাকে বেছে নিয়েছেন নির্মাতারা। বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকে এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করার কথা ভাবা হচ্ছে। তবে নির্মাতাদের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি।
আল্লু অর্জুনকে সর্বশেষ ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমায় দেখা গেছে। সিক্যুয়াল ফিল্মটি লাল চন্দন কাঠের চোরাচালানকারী পুষ্পরাজুর জীবন কাহিনী নিয়ে নির্মিত। সিনেমাতে তিনি তার নতুন প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে লড়াইয়ের সময় তার সাম্রাজ্যকে শক্তিশালী করেন।
এদিকে প্রিয়াঙ্কা চোপড়া জোনাস আসন্ন ‘এসএসএমবি২৯’ সিনেমাতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন। মহেশ বাবু অভিনীত সিনেমাটি এসএস রাজামৌলি পরিচালিত। এটি একটি জঙ্গল অ্যাডভেঞ্চার। সিনেমাতে পৃথ্বীরাজ সুকুমারনও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন।