Logo
Logo
×

বিনোদন

আমির খানের নতুন উদ্যোগ : ইউটিউবে আসছে ‘আমির খান টকিজ’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১০:৩০ পিএম

আমির খানের নতুন উদ্যোগ : ইউটিউবে আসছে ‘আমির খান টকিজ’

ছবি : সংগৃহীত

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান এবার নতুন ভূমিকায়। অভিনয় ও প্রযোজনার গণ্ডি ছাড়িয়ে এবার তিনি হাজির হচ্ছেন ইউটিউবে। সম্প্রতি নিজের নামে একটি ইউটিউব চ্যানেল চালু করেছেন এই তারকা, যার নাম ‘আমির খান টকিজ’।

প্রেম, ব্যক্তিগত জীবন ও পেশাদারী পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছেন ৬০ বছর বয়সী আমির। শোনা যাচ্ছে, লাইট-ক্যামেরার বাইরে থাকা গৌরী স্প্র্যাটের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তিনি। একইসঙ্গে নিজের প্রযোজনা সংস্থার কাজে আরও সক্রিয় হয়েছেন। তবে এবার ইউটিউবে আত্মপ্রকাশ করে ভক্তদের জন্য নতুন চমক দিলেন আমির।

কিন্তু এই চ্যানেলে কী ধরনের কনটেন্ট থাকবে? আমিরের প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সিনেমার পর্দার পেছনের গল্প, কঠোর পরিশ্রমের মুহূর্ত, হাসি-কান্নার অভিজ্ঞতা – সবই থাকবে সেখানে। দর্শকরা দেখতে পাবেন সিনেমা তৈরির অন্তরঙ্গ ও অনালোচিত দিকগুলো।

এখানেই শেষ নয়, ভবিষ্যতে যদি কোনও সিনেমার দৃশ্য সেন্সরের কারণে বাদ পড়ে, তাহলে সেই ‘আনফিল্টারড’ দৃশ্যও এই চ্যানেলে প্রকাশ করা হতে পারে। অর্থাৎ, ভক্তরা সিনেমার আড়ালের অনেক কিছু জানতে ও দেখতে পাবেন সরাসরি আমিরের ইউটিউব প্ল্যাটফর্মে।

আমির খান সবসময়ই নতুন কিছু করার চেষ্টায় থাকেন। নব্বইয়ের দশকের রোমান্টিক হিরো থেকে শুরু করে সমাজ সচেতন গল্পের দূত – প্রতিটি চরিত্রে তিনি নিজেকে নতুনভাবে উপস্থাপন করেছেন। এবার ইউটিউবের মাধ্যমে নিজের সিনেমাটিক অভিজ্ঞতা দর্শকদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্যই ‘আমির খান টকিজ’ খুলেছেন তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন