Logo
Logo
×

বিনোদন

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু আত্মহত্যা, সিবিআইয়ের চূড়ান্ত রিপোর্ট জমা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৪:১০ পিএম

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু আত্মহত্যা, সিবিআইয়ের চূড়ান্ত রিপোর্ট জমা

ছবি : সংগৃহীত

প্রায় সাড়ে চার বছর পর বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দিয়েছে। রিপোর্টে আত্মহত্যার তত্ত্বকেই সমর্থন করা হয়েছে এবং খুনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়েছে।

২০২০ সালের ১৪ জুন, মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। শুরু থেকেই এই মৃত্যু ঘিরে ছিল বিতর্ক। অনেকেই সন্দেহ করেছিলেন, এটি হত্যাকাণ্ড হতে পারে। সুশান্তের পরিবার, ভক্ত ও সাধারণ মানুষ সিবিআই তদন্তের দাবি জানায়।

সুশান্তের মৃত্যুর পর তার প্রেমিকা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ওঠে—মাদক সংযোগ, মানসিক নির্যাতন, আর্থিক চাপ সৃষ্টি, এমনকি কালোজাদুর মতো বিষয়ও সামনে আসে।

কিন্তু সিবিআই-এর চূড়ান্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে, সুশান্ত আত্মহত্যাই করেছেন। কোনো তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি, যা থেকে বোঝা যায় তিনি আত্মহত্যায় প্ররোচিত হয়েছেন।

রিয়া চক্রবর্তী, তার ভাই সৌভিক এবং তার মা-বাবার বিরুদ্ধে দায়ের করা দুটি এফআইআর থেকে তাদের নাম বাদ দিতে বলা হয়েছে। অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্সের ফরেনসিক দলও সুশান্তের মৃত্যুকে আত্মহত্যা বলে চূড়ান্তভাবে নিশ্চিত করেছে।

সুশান্তের ল্যাপটপ, হার্ড ডিস্ক, ক্যামেরা ও মোবাইল পরীক্ষা করেও কোনো গুরুত্বপূর্ণ প্রমাণ পাওয়া যায়নি।

আগামী ৮ এপ্রিল বান্দ্রা ম্যাজিস্ট্রেট কোর্টে এই মামলার পরবর্তী শুনানি হবে। যদি সিবিআই-এর রিপোর্ট গ্রহণ করা হয়, তবে হত্যার অভিযোগ খারিজ হয়ে যাবে।

সিবিআই রিপোর্টের পর রিয়া চক্রবর্তী বলেন, "এই মামলার প্রতিটি দিক তদন্ত করা হয়েছে। আমার বিরুদ্ধে চালানো মিথ্যা প্রচার মানসিকভাবে অত্যন্ত কষ্টদায়ক ছিল। বিনা অপরাধে আমাকে ২৭ দিন জেলে থাকতে হয়েছে এবং প্রতিনিয়ত হেনস্থা করা হয়েছে।"

তিনি আরও বলেন, "আমি চাই না ভবিষ্যতে কারও সঙ্গে এমন ঘটনা ঘটুক।"

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর রহস্য নিয়ে দীর্ঘদিন ধরে যে বিতর্ক চলছিল, সিবিআইয়ের চূড়ান্ত রিপোর্টের মাধ্যমে সেটি অবসান হতে যাচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন