Logo
Logo
×

বিনোদন

তথ্য বিকৃতির অভিযোগে ভিকি কৌশলের ‘ছাভা’ সিনেমার বিরুদ্ধে ১শ’ কোটি রুপি মামলার হুমকি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২৫ পিএম

তথ্য বিকৃতির অভিযোগে ভিকি কৌশলের ‘ছাভা’ সিনেমার বিরুদ্ধে ১শ’ কোটি রুপি মামলার হুমকি

ছবি : সংগৃহীত

ভারতজুড়ে সাড়া ফেলার পাশাপাশি একের পর এক বিতর্কে জড়াচ্ছে ভিকি কৌশলের সিনেমা ‘ছাভা’। কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিকির অভিনয়ের প্রশংসা করেছিলেন। তবে এবার তথ্য বিকৃতির অভিযোগে সিনেমাটির বিরুদ্ধে ১শ’ কোটি রুপি মানহানির মামলার হুমকি দেয়া হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ইকোনমিক টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ঘটনার সূত্রপাত একটি দৃশ্যকে কেন্দ্র করে। ওই দৃশ্যে দুই মারাঠা যোদ্ধা গনোজি এবং কানহোজির বংশধররা ‘ছাভা’তে তাদের পূর্বপুরুষ সম্পর্কিত তথ্য বিকৃতির অভিযোগ তুলেছেন।

সিনেমায় দেখানো হয়েছে, গনোজি এবং কানহোজির বিশ্বাসঘাতকতার কারণে আওরঙ্গজেবের কাছে সম্ভাজিকে পরাজিত হতে হয়। মোঘল সম্রাটের শিবিরে যোগ দেন দুই মারাঠা যোদ্ধা, যা মারাঠা লোককথাতেও প্রচলিত। সিনেমার পর্দায় সেই দৃশ্য দেখে ক্ষুব্ধ হন গনোজি ও কানহোজির বংশধরেরা।

তাদের অভিযোগ, সিনেমায় এমন দৃশ্যের কারণে তাদের পরিবারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। দ্রুত সেই দৃশ্য পরিবর্তনের জন্য পরিচালককে হুঁশিয়ারি দিয়েছেন তারা, নইলে পরিচালক লক্ষ্মণ উতরেকর এবং টিম ‘ছাভা’র বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানি মামলা করা হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন