Logo
Logo
×

বিনোদন

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পপ তারকা শাকিরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৫ পিএম

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পপ তারকা শাকিরা

ছবি : সংগৃহীত

লাতিন পপ তারকা শাকিরা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যার ফলে তিনি তার নির্ধারিত কনসার্ট বাতিল করতে বাধ্য হয়েছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন শাকিরা নিজেই।

তিনি জানান, শনিবার রাতে তীব্র পেটব্যথার কারণে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন এবং চিকিৎসা চলছে।

এক্স হ্যান্ডেলে দুঃখপ্রকাশ করে শাকিরা লেখেন, "আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে গত রাতে তীব্র পেটব্যথার কারণে আমাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এজন্য নির্ধারিত কনসার্ট বাতিল করতে হচ্ছে, যা আমার জন্য খুবই কষ্টদায়ক।"

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন