Logo
Logo
×

বিনোদন

কানের ৭৮তম আসরে জুরিপ্রধান ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩২ পিএম

কানের ৭৮তম আসরে জুরিপ্রধান ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশ

ছবি : সংগৃহীত

আগামী ১৩ থেকে ২৪ মে অনুষ্ঠিত হবে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। এই উৎসবের শিডিউলের সঙ্গে আরেকটি তথ্য জানিয়েছে কান কর্তৃপক্ষ। এবারের জুরিপ্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশ। গতবার এই দায়িত্ব পালন করেছিলেন নির্মাতা গ্রেটা গারউইগ। পরপর দুই বছর নারী জুরি প্রধান নির্বাচিত হওয়া কানের ইতিহাসে দ্বিতীয়বারের ঘটনা।

প্রথমবার কান চলচ্চিত্র উৎসবে জুলিয়েট বিনোশের পদার্পণ ঘটে ৪০ বছর আগে। ১৯৮৫ সালে আন্দ্রে টেকিনের 'রেন্ডেজ-ভাউস' সিনেমার প্রিমিয়ার হয়েছিল কানে, যা ছিল জুলিয়েট বিনোশের প্রথম উল্লেখযোগ্য সিনেমা এবং এই সিনেমার মাধ্যমেই তিনি পরিচিতি পান। তাই তিনি প্রায়ই বলেন, 'কান চলচ্চিত্র উৎসবেই আমার জন্ম।'

এরপর থেকে বিভিন্ন সময়ে কানের মঞ্চে তাকে দেখা গেছে মাইকেল হ্যানেকের 'কোড আননোন', ডেভিড ক্রোনেনবার্গের 'কসমোপলিস', ক্রিজিস্টফ কিসলোস্কির 'থ্রি কালারস: রেড', অলিভিয়ার আসায়াসের 'ক্লাউডস অব সিলস মারিয়া', ক্লেয়ার ডেনিসের 'লেট দ্য সানশাইন ইন' ও ট্র্যান আন হাংয়ের 'দ্য টেস্ট অব থিংস' সিনেমা নিয়ে। ২০১০ সালে আব্বাস কিয়োরাস্তোমির 'সার্টিফায়েড কপি' সিনেমায় অভিনয় করে তিনি কানে সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন। তিনি একমাত্র অভিনেত্রী, যিনি ইউরোপের প্রধান তিনটি উৎসব কান, ভেনিস ও বার্লিন; তিনটিতেই সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন।

জুরি প্রধান হয়ে উচ্ছ্বসিত জুলিয়েট বিনোশ বলেন, '১৯৮৫ সালে কানের প্রাঙ্গণে প্রথমবার পা রাখি উৎসাহ ও অনিশ্চয়তা নিয়ে। ৪০ বছর পর এখানে জুরি প্রেসিডেন্ট হওয়ার সম্মান পাব, ভাবতেই পারিনি। এই সুযোগ পেয়ে আমি আনন্দিত।'

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন