Logo
Logo
×

বিনোদন

পিনিকের খাঁচায় বন্দি বুবলী!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৬:১৬ পিএম

পিনিকের খাঁচায় বন্দি বুবলী!

ছবি : সংগৃহীত

চিত্রনায়িকা শবনম বুবলীর পরবর্তী সিনেমা ‘পিনিক’ নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছে। জাহিদ জুয়েল পরিচালিত এই সিনেমায় বুবলীর বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ।

নির্মাতারা ঘোষণা করেছেন, সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। মুক্তির প্রস্তুতির অংশ হিসেবে প্রকাশিত হয়েছে সিনেমার প্রথম পোস্টার, যা মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে।

সিনেমাটির শুটিং শুরু হয়েছিল গত বছরের নভেম্বরে, কক্সবাজারে। শুটিং চলাকালেই নায়ক আদর আজাদের ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হয়েছিল, যা দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি করেছিল। এবার প্রকাশিত হলো শবনম বুবলীর ফার্স্ট লুক।

পোস্টারে বুবলীর লুকটি বেশ ভিন্নধর্মী। তাকে দেখা গেছে স্কার্ফ দিয়ে মাথা আবৃত করে থাকতে। চোখে রোদচশমা, আর মুখমণ্ডল একটি খাঁচায় বন্দি। তার কাঁধ থেকে নিচের অংশ কালো পোশাকে ঢাকা, যা লুকে একটি রহস্যময় আবহ তৈরি করেছে।

সিনেমাটির গল্প ও চরিত্র নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ ক্রমেই বাড়ছে। নির্মাতারা আশা করছেন, ‘পিনিক’ সিনেমাটি ঈদুল ফিতরের অন্যতম আকর্ষণ হয়ে উঠবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন