Logo
Logo
×

বিনোদন

বলিউড অভিনেতা সাইফের ওপর হামলাকারী বাংলাদেশি বলে ধারণা মুম্বাই পুলিশের

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১২:৪৬ পিএম

বলিউড অভিনেতা সাইফের ওপর হামলাকারী বাংলাদেশি বলে ধারণা মুম্বাই পুলিশের

ছবি : সংগৃহীত

বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলা চালানো ব্যক্তি বাংলাদেশি বলে ধারণা করছে ভারতের পুলিশ। আজ রোববার ভোরে মহারাষ্ট্রের থানে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মহারাষ্ট্র পুলিশ নিশ্চিত করেছে যে গ্রেপ্তারকৃত ব্যক্তি সাইফ আলি খানকে কুপিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ শরিফুল ইসলাম শাহজাদ (৩০)। তাঁকে সাইফের বাসভবন থেকে ৩৫ কিলোমিটার দূরে কাসারভাদাভালি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

মুম্বাই পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তির কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে তিনি বাংলাদেশি। অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং পাঁচ থেকে ছয় মাস আগে মুম্বাই আসেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি নিজেকে বিজয় দাস, মোহাম্মদ ইলিয়াস ও বিজে নামে পরিচয় দিতেন। তিনি একসময় থানেতে একটি পানশালায় কাজ করতেন।

গত বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে বলিউড অভিনেতা সাইফ আলি খান ডাকাতদের ছুরিকাঘাতে আহত হন। দ্রুত তাঁকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তাঁর অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, সাইফের মেরুদণ্ডে ছুরি লেগেছে এবং স্পাইনাল কর্ডে বড়সড় চোট লেগেছে। অভিনেতার মেরুদণ্ড থেকে আড়াই ইঞ্চি লম্বা ছুরির ফলা বের করা হয়েছে। বর্তমানে সাইফ বিপদমুক্ত।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন