
প্রিন্ট: ০৯ অক্টোবর ২০২৫, ০২:০৭ এএম
দুর্ঘটনার শিকার শাওন, পায়ের পেশী ও টিস্যু ক্ষতিগ্রস্ত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৮:৪৪ পিএম

অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন শুক্রবার (১৭ জানুয়ারি) রাজধানীর নিউমার্কেট এলাকায় একটি দুর্ঘটনার শিকার হন। রাস্তা পার হওয়ার সময় একটি ইঞ্জিনচালিত রিকশার ধাক্কায় তিনি রাস্তায় পড়ে যান। তার পা না ভাঙলেও পায়ের পেশী ও কোমল টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে শাওন ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। তিনি জানান, বড় ছেলে নিষাদ হুমায়ূনকে নিয়ে নিউমার্কেটে গিয়েছিলেন। কাজ শেষ করে ফেরার পথে দুপুর ১টা ৫৫ মিনিটে নামাজের সময়, ভেতরের রাস্তা ফাঁকা থাকলেও হঠাৎ করে একটি ইঞ্জিনচালিত রিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। সেই ধাক্কায় তিনি রাস্তায় পড়ে যান এবং রিকশার পেছনের চাকা তার বাম পায়ের উপর দিয়ে চলে যায়।
শাওন জানান, রিকশাচালক তার দোষ স্বীকার করে পালিয়ে না গিয়ে পাশে ছিলেন। আশপাশের লোকজন তাকে সাহায্য করার চেষ্টা করেন এবং একজন চা দোকানি তার পায়ে তাৎক্ষণিক আরাম দিতে নিজের ফিল্টার পানির জার ঢেলে দেন।
দুর্ঘটনার সময় সঙ্গে থাকা বন্ধু অর্পিতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শাওন লেখেন, “তুই না থাকলে কীভাবে সময়টা সামলাতাম জানি না। তুই ঠাণ্ডা মাথায় আমাকে হাসপাতালে নিতে সাহায্য করেছিস এবং আমার নার্ভাস হয়ে পড়া ছেলেকে সামলেছিস। আমি তোকে নিয়ে গর্বিত।”
শাওন জানিয়েছেন, আল্লাহর রহমতে তার পা ভাঙেনি। তবে পায়ের পেশী ও কোমল টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পূর্ণ বিশ্রাম ও ওষুধের মাধ্যমে তিনি কয়েক দিনের মধ্যে সেরে উঠবেন বলে আশাবাদী।
শাওন সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে চলাফেরা করার আহ্বান জানিয়েছেন এবং সকলের কাছে দোয়া চেয়েছেন।