Logo
Logo
×

বিনোদন

'ধুম ৪'-এ রণবীর কাপুর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০৯:২৪ পিএম

'ধুম ৪'-এ রণবীর কাপুর

রণবীর কাপুর ২০২৬ সালের এপ্রিলে শুরু করতে যাচ্ছেন বহুল প্রতীক্ষিত ‘ধুম-৪’ সিনেমার শুটিং। বলিউড হাঙ্গামা জানিয়েছে যে, রণবীর কাপুর ওয়াইআরএফের এই অ্যাকশন ফ্র্যাঞ্চাইজিতে নতুন ও রোমাঞ্চকর একটি চরিত্রে অভিনয় করবেন। এটি হবে তার প্রথম উপস্থিতি এ ব্লকবাস্টার সিরিজে। 

বর্তমানে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে এবং ছবিটির জন্য দুটি নারী প্রধান চরিত্র এবং একজন খলনায়ক বাছাইয়ের কাজ চলমান। জানা গেছে, রণবীর ধুম-৪ সিনেমায় বড় রূপান্তরের মাধ্যমে উপস্থিত হবেন। 

এজন্য প্রোডাকশন টিম অভিনেতার জন্য বিভিন্ন লুক অনুসন্ধান করছে, যা দর্শকদের মধ্যে এ ফ্র্যাঞ্চাইজি নিয়ে একটি উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করবে। 

মনীষ শর্মার পরিচালনায় নির্মিত হতে যাওয়া এই সিনেমায় রণবীরের পাশাপাশি আরও অভিনয় করছেন অক্ষয় কুমার, অভিষেক বচ্চনসহ অনেকে। সিনেমাটি ২০২৬ সালে মুক্তি পাবে বলে আশা করা যাচ্ছে।

এদিকে রণবীর কাপুর নিতেশ তিওয়ারির পরিচালনায় ‘রামায়ণ’ সিনেমায় রাম চরিত্রে অভিনয় করছেন। 

তাছাড়া, রণবীর বর্তমানে সঞ্জয় লীলা বানসালির সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটিতে তার পাশাপাশি অভিনয় করছেন আলিয়া ভাট, ভিকি কুশলসহ অনেকেই। এটি ২০২৬ সালের মার্চে মুক্তি পাবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন