Logo
Logo
×

বিনোদন

বিমানবন্দরে আটকে দেওয়া হলো অভিনেত্রী নিপুণকে

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১২:৫০ পিএম

বিমানবন্দরে আটকে দেওয়া হলো অভিনেত্রী নিপুণকে

নিপুণ আক্তার

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডন যাওয়ার সময় বাংলাদেশ চলচ্চিত্র অভিনেত্রী ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুণকে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) আপত্তির প্রেক্ষিতে শুক্রবার (১০ জানুয়ারি) সকালে বাংলাদেশ বিমানের বিজি-২০১ ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে যাওয়ার সময় তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে লন্ডন যাচ্ছিলেন নিপুণ। এ সময় হেফাজতে নেওয়া হয় তাকে। পরে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়।

ইমিগ্রেশন পুলিশ জানায়, এনএসআই নিপুণের লন্ডন যাত্রার বিষয়ে আপত্তি করলে বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

নিপুণের পাসপোর্ট ও নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে তার ফ্লাইট বাতিল করা হয়। ঠিক কী কারণে এনএসআই আপত্তি জানিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ওসমানী বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের একজন কর্মকর্তা বলেন, এনএসআইয়ের আপত্তির প্রেক্ষিতে সকাল ৯টা ২০ মিনিটের দিকে লন্ডন গমনকালে ইমিগ্রেশন পুলিশ নিপুণকে ইমিগ্রেশন কর্তৃক অফলোড করে ফেরত পাঠায়। আমরা তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নিয়েছি। তাকে এখন পর্যন্ত আটক কিংবা গ্রেপ্তার করা হয়নি বলে জানান তিনি।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন