Logo
Logo
×

বিনোদন

৮ বছরের আইনি লড়াই শেষে অ্যাঞ্জেলিনা জোলি-ব্র্যাড পিট দম্পতির বিবাহ বিচ্ছেদ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ১১:১০ পিএম

৮ বছরের আইনি লড়াই শেষে অ্যাঞ্জেলিনা জোলি-ব্র্যাড পিট দম্পতির বিবাহ বিচ্ছেদ

দীর্ঘ ৮ বছরের আইনি লড়াইয়ের পর অবশেষে হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট বিচ্ছেদের মামলায় সমঝোতায় পৌঁছেছেন।

জোলির আইনজীবী এ খবরটি নিশ্চিত করেছেন, তবে পিটের আইনজীবী তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। এ তথ্য জানিয়েছে বিবিসি।

২০১৪ সালে এই দুই তারকা বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তাদের ছয়টি সন্তান রয়েছে।

২০১৬ সালে অ্যাঞ্জেলিনা জোলি ডিভোর্সের আবেদন করেন, যার কারণ হিসেবে 'অমিমাংসিত মতবিরোধ' উল্লেখ করা হয়।

এরপর থেকে তাদের ছয় সন্তানের অভিভাবকত্ব নিয়ে দীর্ঘ ও তিক্ত লড়াই শুরু হয়।

২০২১ সালে আদালত তাদের সন্তানের যৌথ অভিভাবকত্বের রায় দেয়।

ভক্তদের কাছে 'ব্র্যাঞ্জেলিনা' নামে পরিচিত এই দম্পতি ২০০৫ সালে মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ সিনেমার সেটে পরিচিত হন এবং সেখান থেকেই তাদের সম্পর্কের শুরু যা পরে প্রেমে পরিণত হয়।

এটি ব্র্যাড পিটের দ্বিতীয় বিয়ে ছিল। এর আগে তিনি ফ্রেন্ডস তারকা জেনিফার অ্যানিস্টনকে বিয়ে করেছিলেন। অন্যদিকে, অ্যাঞ্জেলিনা জোলি এর আগে অভিনেতা বিলি বব থর্নটন এবং জনি লি মিলারকে বিয়ে করেছিলেন।

অ্যাঞ্জেলিনা জোলির অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে লারা ক্রফট: টুম্ব রেইডার, চেঞ্জলিং এবং গার্ল, ইন্টারাপটেড। ব্র্যাড পিটের উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ফাইট ক্লাব, ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড এবং টুয়েলভ মাংকিজ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন