Logo
Logo
×

বিনোদন

ছোটপর্দার অভিনেত্রী অহনা রহমান ছাড়ছেন অভিনয়

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ১২:৫৫ এএম

ছোটপর্দার অভিনেত্রী অহনা রহমান ছাড়ছেন অভিনয়

ছবি : সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান অভিনয় থেকে বিদায় নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিছুদিন আগে এই ঘোষণা দেয়ার পর, এবার তাকে দেখা গেল নতুন এক রূপে। তিনি ওমরাহ পালন করতে গেছেন এবং সেই মুহূর্তের ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন।

কাবা ঘরের সামনে দাঁড়িয়ে ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমার প্রিয় ২০২৪ সাল তুমি আমাকে এই বছরের শুরুতে অনেক কিছু দিয়েছো, আবার অনেক কিছু কেড়েও নিয়েছো এবং মানুষ যে অনেক রকমের হয় সেটাও চিনতে সাহায্য করেছো।’

অহনা বলেছেন, ‘কিন্তু শেষের চমকটা ছিল আমার জন্য অনেক বড় সারপ্রাইজ যার অনুভূতি হয়ত কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না। এখন বুঝলাম, জানলাম, শিখলাম আল্লাহ কেন মানুষের পরীক্ষা নেয়। বিশ্বাস এবং ঈমান আরো মজবুত হয়ে গেল।’

তিনি আরো জানালেন, ‘আল্লাহ্ জীবন থেকে তুচ্ছ জিনিস নিয়ে উত্তম জিনিস উপহার হিসেবে দেন। আমার একটি স্বপ্ন ভেঙেছো কিন্তু সবচেয়ে বড় স্বপ্নটা আবার পূরণও করেছো, তাই তোমার ওপর কোনো রাগ নাই।’

সবশেষে লিখেছেন, ‘আমি বিশ্বাস করি আল্লাহ্ তাআলা যেভাবে বছর শুরু করিয়েছেন, সুন্দর করে ঠিক তেমনভাবেই শেষ করবেন। আমি তোমার শুরুটা যেভাবে শুরু করছি, তুমিও আমার সাথে শেষ পর্যন্ত এমনি থেকো। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’

প্রসঙ্গত, অহনা রহমান ২০০৭ সালে অভিনয় জীবন শুরু করেন। এরপর বিনোদনের বিভিন্ন মাধ্যমে কাজ করে প্রশংসা কুড়ান। সম্প্রতি ‘প্রবাসীর স্ত্রী’ নাটকে অভিনয় করে দর্শকের হৃদয় ছুঁয়েছেন এ অভিনেত্রী।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন