
প্রিন্ট: ০৯ অক্টোবর ২০২৫, ১২:০৪ এএম
সিনেমার প্রিমিয়ারে নিহতের পরিবারকে ২ কোটি রুপি সহায়তা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৪:০৫ পিএম

ভারতের হায়দরাবাদে ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে পদদলিত হয়ে এক নারী অনুরাগীর মৃত্যুর ঘটনায় বিপাকে পড়েছেন অভিনেতা আল্লু অর্জুনসহ পুরো ‘পুষ্পা ২’ টিম। এই ঘটনায় আল্লু অর্জুনকে এক রাতের জন্য কারাবাসেও থাকতে হয়েছিল।
ভুক্তভোগী পরিবারকে সহায়তা হিসেবে ২ কোটি ভারতীয় রুপি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ১ কোটি রুপি দিচ্ছেন আল্লু অর্জুন, এবং বাকি ১ কোটি রুপি ভাগাভাগি করে দিচ্ছে প্রযোজনা সংস্থা মিথ্রি মুভিস ও পরিচালক সুকুমার, প্রত্যেকে ৫০ লাখ রুপি করে।
গত ৪ ডিসেম্বর হায়দরাবাদে ‘পুষ্পা ২’ সিনেমার স্ক্রিনিং চলাকালে ভিড়ের চাপে পদদলিত হয়ে প্রাণ হারান ৩৬ বছর বয়সী নারী রিভাতি। একই ঘটনায় তার ছোট সন্তান গুরুতর আহত হয়।