Logo
Logo
×

বিনোদন

নতুন ঠিকানায় বিটিএসের জাংকুক

Icon

যুগেরচিন্তা২৪ ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:১৫ পিএম

নতুন ঠিকানায় বিটিএসের জাংকুক

জাংকুক। ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার বিটিএস ব্যান্ডের প্রধান গায়ক ও গীতিকার জাংকুক কেএসটি সময় মধ্যরাতে একটি লাইভ সেশন করেন যা ভক্তদের চমকে দেয়। লাইভ সেশনের শুরুতেই তিনি ঘোষণা দেন যে তিনি ভক্তদের সঙ্গে যোগাযোগ করছেন এবং তিনি একটি নতুন বাড়িতে উঠেছেন। নতুন ঠিকানার ভার্চুয়াল ট্যুরের প্রস্তাব দেন তিনি।

বর্তমানে জাংকুক তার বাধ্যতামূলক সামরিক সেবার দায়িত্ব পালন করছেন। লাইভ সেশনে তিনি জানান, তিনি ছুটিতে আছেন এবং ভক্তদের সঙ্গে যোগাযোগের জন্য বিশেষ অনুমতি পেয়েছেন।

লাইভ স্ট্রিমে জাংকুক তার নতুন বাড়ির বিভিন্ন অংশ দেখান, যা ভক্তরা বেশ উপভোগ করেন। বাড়িটির সাজসজ্জা ও আভিজাত্য ছিল নজরকাড়া। তিনি বাড়ির ডিজে অঞ্চল, হাইটেক স্পিকার, কারাওকে সেটআপ এবং বড় প্রজেকশন স্ক্রিন সহ আধুনিক আসবাবপত্র দেখান।

ভক্তরা তার নতুন বাড়ির প্রশংসা করেন এবং লাইভ সেশনটি দ্রুত ভাইরাল হয়ে যায়। অনেকে মন্তব্য করেন, জাংকুক একটি চমৎকার হাউস ট্যুর দিয়েছেন এবং তার বাড়ির সবকিছুই ছিল দুর্দান্ত।

তবে জাংকুক তার ভক্তদের গোপনীয়তা রক্ষা করতে অনুরোধ করেন এবং নতুন ঠিকানা খুঁজে বের না করতে বলেন। তিনি আগের বাড়িতে ভক্তদের পাঠানো খাবার, উপহার ও চিঠির পুনরাবৃত্তি না করার অনুরোধ জানান এবং তার ব্যক্তিগত অবস্থানকে সম্মান জানাতে বলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন